Advertisement
২০ এপ্রিল ২০২৪

আই লিগ কমিটির বৈঠকেই ঠিক হবে কাশ্মীরের ভবিষ্যৎ

সোমবার দুপুর বারোটায় লিগ কমিটির সভা রয়েছে দিল্লির ফুটবল ভবনে। সেখানে মিনার্ভা এবং রিয়াল, দু’পক্ষকেই তাদের বক্তব্য জানানোর জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। তা শোনার পর সিদ্ধান্ত জানাবে কমিটি।

চার লিগ জয়ী কোচই অবশ্য জোর দিয়ে ইস্টবেঙ্গল জিতবেই বলতে নারাজ।

চার লিগ জয়ী কোচই অবশ্য জোর দিয়ে ইস্টবেঙ্গল জিতবেই বলতে নারাজ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৯
Share: Save:

শ্রীনগরে রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাবের ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে দিল্লি হাইকোর্ট শুক্রবার কোনও নির্দেশ দিল না। সিদ্ধান্ত নেওয়ার ভার বিচারপতিরা তুলে দিলেন আই লিগ কমিটির উপর। মিনার্ভার আবেদন নাকচ করে চণ্ডীগড়ের কর্তাদের জানিয়ে দেওয়া হল, ফেডারেশন আগে সিদ্ধান্ত নিক। পছন্দ না হলে নতুন করে আবেদন করা যেতে পারে।

সোমবার দুপুর বারোটায় লিগ কমিটির সভা রয়েছে দিল্লির ফুটবল ভবনে। সেখানে মিনার্ভা এবং রিয়াল, দু’পক্ষকেই তাদের বক্তব্য জানানোর জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। তা শোনার পর সিদ্ধান্ত জানাবে কমিটি। লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত শুক্রবার বলে দিলেন, ‘‘ওঁরা কি বলেন সেটা জানা দরকার। চেষ্টা করা হবে মীমাংসা সূত্র বার করার।’’

ফেডারেশন সূত্রের খবর, সমঝোতা হিসেবে দু’টো বিষয় সামনে রাখা হবে। এক) ১০ ফেব্রুয়ারির ভেস্তে যাওয়া ম্যাচ ফের খেলার জন্য রিয়াল কাশ্মীরকে অনুরোধ করা হবে। ১ মার্চের পর শ্রীনগরে গিয়ে ম্যাচ খেলতে রাজিও আছে মিনার্ভা। দুই) রিয়াল কাশ্মীর রাজি না হলে তাদের ‘ওয়াকওভার’ দেওয়ার কথা ভাবা হবে। অর্থাৎ তিন পয়েন্ট ও তিন গোল দিয়ে দেওয়া হবে ডেভিড রবার্টসনের দলকে। ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘আমরা যে সিদ্ধান্তই নেব, তা সমস্ত দিক ভেবেচিন্তেই নেওয়া হবে। দরকার হলে সব রেকর্ড পাঠাতে হবে আদালতে। পরিস্থিতি যা, বল পুরোপুরি কাশ্মীরের কোর্টে। ওরা যদি রিপ্লে খেলতে রাজি না হয়, তখন কিছুই করার থাকবে না।’’

রিয়াল কাশ্মীর এখন ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে খেলতে ভুবনেশ্বরে। সেখান থেকেই দিল্লি হাইকোর্টের রায়ের দিকে নজর রাখছিলেন দলের মালিক সন্দীপ ছাট্টু। আদালতের রায়ের পর ফুটবলারদের তিনি বলে দেন, ‘‘মিনার্ভা ম্যাচের পয়েন্ট আমরা পাচ্ছি। বাকি তিনটি ম্যাচ জিতলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি।’’ পরে ফোনে বললেন, ‘‘দিল্লি হাইকোর্ট ১০ ফেব্রুয়ারির ম্যাচ রিপ্লে দিলে আমরা উচ্চতর আদালতে যেতাম। আমাদের আইনজীবীরাও তৈরি ছিলেন আদালতে। আমাদের তিন পয়েন্ট দিতেই হবে লিগ কমিটিকে। খেতাবের লড়াইয়ে ওই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’’ অন্য দিকে মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ বললেন, ‘‘লিগ কমিটির সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেলে ফের আদালতে যাব। এত বড় ঘটনার পরে নিরাপত্তার কারণে ম্যাচ খেলিনি। নতুন করে ম্যাচ করতেই হবে।’’ বোঝাই যাচ্ছে ফেডারেশনের পক্ষে সহজে সমাধান করা সম্ভব হবে না।

শুক্রবার দুপুর সাড়ে এগারোটায় মামলাটি ওঠে দিল্লি হাইকোর্টে। জানা গিয়েছে, শুরুতেই ফেডারেশনের আইনজীবী প্রেমতোষ মিশ্র আদালতকে জানান, ভেস্তে যাওয়া ওই ম্যাচ নিয়ে কোনও সিদ্ধান্ত ফেডারেশন এখনও নেয়নি। লিগ কমিটির সভা ডাকা হয়েছে সোমবার। তার আগে মিনার্ভার আবেদন নিয়ে আলোচনার কোনও মানেই হয় না। দিল্লি থেকে ফোনে মিনার্ভার আইনজীবী হেনা সিংহ বাজাজ বললেন, ‘‘আমাদের আবেদনই ছিল ভেস্তে যাওয়া ওই ম্যাচের জন্য যেন কাশ্মীরকে তিন পয়েন্ট না দেওয়া হয়। সেটা ফেডারেশন দেয়নি। দেখি ফেডারেশন সোমবার কী সিদ্ধান্ত নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE