Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পেনাল্টি না পেয়ে হতাশ জেসুস

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে নিজে পেনাল্টি মারতে চেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা শট মারতে বলেন রিয়াদ মাহারেজকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৩:৫৩
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে নিজে পেনাল্টি মারতে চেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা শট মারতে বলেন রিয়াদ মাহারেজকে। যে শট বারের অনেক উপর দিয়ে চলে যায়। খেলার ৮৫ মিনিটে পাওয়া গোলের এমন সহজ সুযোগ কাজে লাগাতে পারলে বহুদিন পরে অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে পারত ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার ম্যাচের পরে জেসুস পরিষ্কারই বলে দিলেন, ‘‘শটটা নিজে মারতে পারলে খুশি হতাম। গোল করবই এমন আত্মবিশ্বাসও ছিল। তাই পেপ আমাকে সে সুযোগ না দেওয়ায় মনটা খারাপ হয়ে গিয়েছিল।’’

এমনিতে মাহারেজ কিন্তু ইপিএলে ইংলিশ প্রিমিয়ার লিগে আটটি পেনাল্টি মেরে পাঁচটি থেকে গোল করতে পারেননি। আর জেসুস শেষ তিনটি শটের দু’টি থেকে গোল করতে পারেননি। পেপের মনে হয়েছিল মাহারেজই যোগ্য লোক। যেহেতু ম্যান সিটির হয়ে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করা সের্খেই আগুয়েরোকে তখন তুলে নেওয়া হয়েছিল। জেসুসের দাবি, পেপ নাকি তাঁকে দিয়ে পেনাল্টি না মারানোর জন্য তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন। জেসুসের কথা, ‘‘পেপ আমার সঙ্গে কথা বলেছে। এসব ফুটবলের অঙ্গ। মাঝেমাঝে এমন হতেই পারে। তবে রিয়াদ আবার পেনাল্টি মারলেও ওর পাশে থাকব।’’

কিন্তু পেনাল্টি মারা নিয়ে পেপ নিজে কী বলছেন? তাঁর কথা, ‘‘জানি জেসুসই পেনাল্টিটা মারতে চেয়েছিল। কিন্তু আমিই ওকে বলি, বলটা মাহারেজকে দিয়ে দাও। ওই মারবে। আসলে অনুশীলনে প্রতিদিন দেখতাম বহুক্ষণ ধরে ও পেনাল্টি মারার অনুশীলন করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE