Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোচ বিতর্কে আসরে গাওস্কর

বুধবার গাওস্কর বলেছেন, ‘‘বিষয়টা সত্যি কি না তা এখনও জানি না। তবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই। অধিনায়ক এবং কোচের মধ্যে কোনও ক্রিকেটীয় ব্যাপার নিয়ে কখনও কখনও মত-পার্থক্য হতেই পারে।’’

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০৫:০১
Share: Save:

ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহালির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল। এ বার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাওস্কর।

বুধবার গাওস্কর বলেছেন, ‘‘বিষয়টা সত্যি কি না তা এখনও জানি না। তবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই। অধিনায়ক এবং কোচের মধ্যে কোনও ক্রিকেটীয় ব্যাপার নিয়ে কখনও কখনও মত-পার্থক্য হতেই পারে।’’ এ দিন এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে গাওস্কর বলেন, ‘‘এমন কোনও টিম নেই যেখানে কোচ এবং অধিনায়ক সব রকমের ক্রিকেটীয় সিদ্ধান্ত নিয়ে একমত হয়ে থাকেন। আর এটা সম্ভবও নয়। কারণ যিনি কোচ, তিনি কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ফলে তাঁর দৃষ্টিভঙ্গি অন্য রকম হতে বাধ্য।’’

এখানেই না থেমে কিংবদন্তি ভারতীয় ওপেনার আরও বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করার কোনও মানে হয় না। কারণ, কোচ ও অধিনায়কের মধ্যে যদি মতপার্থক্য হয়, তা হলে সেটা টিমের পক্ষে ভাল। কারণ টিমের কী ভাবে ভাল হবে সেটা কোচ সব সময় চিন্তা করে যাচ্ছেন। আগামী দশ বছরে ভারতীয় ক্রিকেট কোনও জায়গায় গিয়ে দাঁড়াবে সেই পরিকল্পনা তিনি করে যাচ্ছেন।’’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ বার কোহালিদের সমর্থন করবেন পাকিস্তানের চাচা শিকাগো

গাওস্কর সঙ্গে এটাও জুড়ে দেন, ‘‘জানি না বিরাট ও অনিলের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার ব্যাপারটা ঠিক কি না। ঘটনা যাই হয়ে থাকুক না কেন, এখন এই ধরনের ঘটনা না ঘটাই কাম্য। কারণ সামনে আমাদের অনেক বড় ম্যাচ খেলতে হবে। আর সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভাগ্য তৈরি করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE