Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাঠানকোটে জঙ্গি লড়াইয়ে শহীদ কমনওয়েলথে সোনা জয়ী শ্যুটার

ফতে সিংহর বন্দুক হাতে লড়াই থেমে গেল পাঠানকোটে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে। একটা সময় বন্দুকহাতে তাঁকে দেখা যেত প্রতিযোগিতার আসরে নামতে। বাড়ির আলমারিতে এখনও হয়তো রয়েছে কমনওয়েলথ শ্যুটিংয়ে জেতা সেই সোনা ও রুপোর পদক। সেটা ১৯৯৫।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ২১:১২
Share: Save:

ফতে সিংহর বন্দুক হাতে লড়াই থেমে গেল পাঠানকোটে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে। একটা সময় বন্দুকহাতে তাঁকে দেখা যেত প্রতিযোগিতার আসরে নামতে। বাড়ির আলমারিতে এখনও হয়তো রয়েছে কমনওয়েলথ শ্যুটিংয়ে জেতা সেই সোনা ও রুপোর পদক। সেটা ১৯৯৫। তার পর প্রতিযোগিতার আসর ছেড়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। সেই লড়াইও শেষ হয়ে গেল দেশের জন্য। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শনিবার শেষ হয়ে গেল ৫১ বছরের সুবেদারের জীবন। শনিবার

১৯৯৫ এ দিল্লিতে বসেছিল প্রথম কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে প্রতিপক্ষকে পরাস্ত করে দেশের মুখ উজ্জ্বল করা ফতে সিংহ চলে গেলেন অন্য গুলির লড়াইয়ে। জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফতে সিংহর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ২০০৯ এ সুবেদার মেজর ক্যাপ্টেন হিসেবে দোগরা রেজিমেন্ট থেকে অবসর নিয়েছিলেন। অবসরের পর তিনি যোগ দেন ডিফেন্স সিকিউরিটিতে। দু’বছর আগেই তিনি পাঠানকোটে আসেন। শ্যুটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি রণীন্দ্র সিংহ বলেন, ‘‘ও খুব বড় শ্যুটার ছিল। খুব ভদ্র ছিল। ভারতীয় শ্যুটিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আমাদের জন্য খুব দুঃখের দিন। দেশের জন্য ও জীবন দিয়ে গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shooter pathankot gold commonwealth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE