Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অলিম্পিক্স পর্যন্ত হিমার দায়িত্ব নিল সরকার

বিস্ময়কন্যাকে নিয়ে উচ্ছ্বসিত স্পোর্টস ইন্ডিয়ার ডিজি নীলম কপূর বলেছেন, ‘‘টিওপি প্রকল্পে আসায় মাসে ৫০ হাজার টাকা করে পাবে হিমা। সঙ্গে ওঁর সব রকমের খরচ বহন করবে সরকার।

প্রত্যাশা: অলিম্পিক্সে হিমাকে ঘিরে স্বপ্ন দেখা শুরু। ফাইল চিত্র

প্রত্যাশা: অলিম্পিক্সে হিমাকে ঘিরে স্বপ্ন দেখা শুরু। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ০৪:১৬
Share: Save:

জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পাখির চোখ টোকিয়ো অলিম্পিক্স। কর্তারা স্বপ্ন দেখছেন অসমের বিস্ময়কন্যা হিমা দাসকে ঘিরে। তাই ২০২০ সালের অলিম্পিক্স পর্যন্ত হিমাকে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের ‘টিওপিএস’-এর (টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম) আওতাতে হিমা ছিলেনই। তবে জাকার্তা এশিয়াড পর্যন্ত। এ বার তাঁর দায়িত্ব নেওয়া হল টোকিয়ো অলিম্পিক্স পর্যন্ত। প্রসঙ্গত ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ইতিহাস গড়েছেন ৪০০ মিটারে সোনা জিতে।

বিস্ময়কন্যাকে নিয়ে উচ্ছ্বসিত স্পোর্টস ইন্ডিয়ার ডিজি নীলম কপূর বলেছেন, ‘‘টিওপি প্রকল্পে আসায় মাসে ৫০ হাজার টাকা করে পাবে হিমা। সঙ্গে ওঁর সব রকমের খরচ বহন করবে সরকার। কমনওয়েলথ গেমসে হিমা ৪০০ মিটার দৌড়েছিল ৫১.৩২ সেকেন্ডে। তখনই টিওপি-তে ওকে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।’’ বিশ্ব মিটে আঠারো বছরের হিমা সোনা জিতেছেন ৫১.৪৬ সেকেন্ড সময় করে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাকার্তা এশিয়াড পর্যন্ত প্রস্তুতি-সহ তাঁর সব খরচ বহন করবে সরকার। এখন তা টোকিয়ো অলিম্পিক্স পর্যন্ত দীর্ঘায়িত করা হল। এরই মধ্যে হিমাকে রাজ্যের খেলাধুলোর ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’ করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সঙ্গে তাঁকে পঞ্চাশ লক্ষ টাকাও দেবে অসম সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Athletics Olimpics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE