Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Greg Chappell

‘টেস্টের প্রতি বিরাটের ভালবাসা ক্রিকেটের পক্ষে দারুণ’

কোহালি সবসময়ই পাঁচদিনের ফরম্যাটে সফল হতে চান। ধ্রুপদী আসরের ক্রিকেটকে দেন প্রাধান্য। টেস্টকে সবচেয়ে কঠিন ফরম্যাটের স্বীকৃতিও দেন। টেস্টকে গুরুত্ব দেওয়ার এই মানসিকতাই নজর টেনেছে ভারতের প্রাক্তন কোচ গ্রেগের।

বিরাটকে তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল।

বিরাটকে তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল।

নিজস্ব প্রতিবেদন
অ্যাডিলেড শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৭:১৮
Share: Save:

টেস্টের প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহালির মানসিকতার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তাঁর মতে, বিরাট যে ভাবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেন, তা ক্রিকেট নামের খেলার খেলার উন্নতিতে প্রয়োজনীয়।

কোহালি সবসময়ই পাঁচদিনের ফরম্যাটে সফল হতে চান। ধ্রুপদী আসরের ক্রিকেটকে দেন প্রাধান্য। টেস্টকে সবচেয়ে কঠিন ফরম্যাটের স্বীকৃতিও দেন। টেস্টকে গুরুত্ব দেওয়ার এই মানসিকতাই নজর টেনেছে ভারতের প্রাক্তন কোচ গ্রেগের।

তিনি বলেছেন, “টেস্ট ক্রিকেটকে বাদ দিলে ক্রিকেট তার আত্মাকেই হারাবে। কোহালি ঠিকই বলেছে, এটাই সবচেয়ে কঠিন ফরম্যাট। শুধু ওর নিজের বা ভারতীয় ক্রিকেটের পক্ষে এটা জরুরি নয়, এটা বিশ্বক্রিকেটের পক্ষেও দরকারি। টেস্ট ক্রিকেটকে মূল্য দেয় বিরাট। ওর এই মানসিকতার প্রভাব নিশ্চয়ই পড়ছে ভারতীয় ক্রিকেটে। যা ক্রিকেট খেলার পক্ষেই দারুণ।”

আরও পড়ুন: টেস্ট সিরিজে পুরো ফিট ছিলাম না! বললেন ভুবনেশ্বর কুমার

আরও পড়ুন: বিগ ব্যাশে গুণতে ভুল আম্পায়ারের, ওভারের সপ্তম বলে আউট মাইকেল ক্লিঙ্গার!

সদ্যসমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে সাত ইনিংসে ২৮৪ রান করেছেন কোহালি। তিনি সিরিজের তৃতীয় সর্বাধিক রানসংগ্রহকারী। পাঁচশোরও বেশি রান করে শীর্ষে চেতেশ্বর পূজারা। সিরিজের সেরাও তিনি হয়েছেন। গ্রেগ চ্যাপেল যদিও ব্যাটসম্যান বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাঁর মতে, “টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে পড়ে ও। ৫০ ওভারের ক্রিকেটেও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে ও পড়ে। আর টেস্টেও সেরা ব্যাটসম্যানদের অন্যতম বিরাট।”

প্রসঙ্গত, আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্য়ানদের তালিকায় এখন ১৫ নম্বরে রয়েছেন বিরাট। তবে আইসিসির ওয়ানডে ও টেস্টে ব্যাটসম্যানের তালিকায় শীর্ষেই রয়েছেন ভারতের অধিনায়ক। তবে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাত্র ৩ রান করেছিলেন বিরাট। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE