Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

পাক ক্রিকেটের উঠতি প্রতিভার আদর্শ রোহিত

পাকিস্তান সুপার লিগে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে হায়দর আলিকে। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজাও।

বিস্ফোরক ব্যাটিং করার জন্য বিখ্যাত রোহিত। —ফাইল চিত্র।

বিস্ফোরক ব্যাটিং করার জন্য বিখ্যাত রোহিত। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৯:৩৭
Share: Save:

পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা বিরাট কোহালির সঙ্গে তুলনা করেন বাবর আজমের। পাক-মুলুকের প্রতিশ্রুতিমান খেলোয়াড় হায়দর আলির আদর্শ আর একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা

এক ভিডিয়ো বার্তায় হায়দর নিজেই তা জানিয়ে বলেছেন, ‘‘রোহিত শর্মা আমার আইডল। ওর স্ট্রাইক রেট দারুণ। খেলার সময়ে সেটাই আমি মাথায় রাখি। স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করি।’’

ডান হাতি ব্যাটসম্যান হায়দর। পাকিস্তান সুপার লিগের ৯টি ম্যাচে ২৩৯ রান করেছেন তিনি। পিএসএল-এ আক্রমণাত্মক ব্যাটিং করতেই দেখা গিয়েছে হায়দরকে। তাঁর ব্যাটিং দেখার পরে ধারাভাষ্যকার রামিজ রাজা ভারত অধিনায়ক কোহালি, বাবর আজমের সঙ্গে হায়দরের তুলনা টানেন। প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে পরামর্শ দিয়ে রামিজ বলেছেন, ‘‘হায়দরকে খেলায় ধারাবাহিকতা আনতে হবে। তিন নম্বরই ওর সঠিক পজিশন।’’

আরও পড়ুন: সচিনকে নিয়ে আজহারের একটা সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে

পাওয়ার হিটিংয়ে দক্ষ হায়দর। তবে ব্যাট করার সময়ে হায়দর যেন পরীক্ষা নিরীক্ষার রাস্তায় না হাঁটেন, সেই পরামর্শই দিয়েছেন রামিজ। বাবর আজম ও কোহালি ঠিক যে ভাবে ব্যাট করেন, হায়দরকেও ঠিক সে ভাবেই ব্যাটিং করতে বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। রামিজ বলেছেন, ‘‘কোহালি-আজম খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করে না ব্যাট করার সময়ে। ওরা সনাতনী শটই খেলে। হায়দরকেও ওদের মতোই খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Haidar Ali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE