Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

‘স্ত্রী-কন্যার ত্রিসীমানায় ঘেঁষতে দেব না রাহুল-হার্দিককে’, তীব্র আক্রমণে হরভজন

হরভজনের কথায়, “কে এল রাহুল এবং হার্দিক পাণ্ড্য থাকলে টিম বাসে আমি ওঁদের সঙ্গে আমার স্ত্রী এবং কন্যাকে যেতে দেব না। কী মনে করবে তাঁরা? মহিলাদের দিকে ওঁরা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে থাকে, যেটা পুরোপুরি ভুল।”

নারীবিদ্বেষী মন্তব্যের জন্য হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে আক্রমণ করলেন হরভজন সিংহ।

নারীবিদ্বেষী মন্তব্যের জন্য হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে আক্রমণ করলেন হরভজন সিংহ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৭:১৯
Share: Save:

এক টিভি শোয়ে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে নিয়ে উত্তাল বিশ্ব ক্রিকেটমহল। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের তরফে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এই দুই ক্রিকেটারকে। হার্দিক এবং কে এল রাহুলের এ হেন মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক বিরাট কোহালিও। এ দিন সরব হলেন দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহও।

হরভজনের কথায়, “কে এল রাহুল এবং হার্দিক পাণ্ড্য থাকলে টিম বাসে আমি ওঁদের সঙ্গে আমার স্ত্রী এবং কন্যাকে যেতে দেব না। কী মনে করবে তাঁরা? মহিলাদের দিকে ওঁরা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে থাকে, যেটা পুরোপুরি ভুল।”

এখানেই থেমে থাকেননি প্রাক্তন এই স্পিনার। ভাজ্জির কথায়, ‘‘এই ধরনের কথাবার্তা আমরা আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আলোচনা করতে পারি না। আর ওঁরা সেটা অনায়াসে টেলিভিশনে বলে ফেলল। এখন সবাই ভাববে, ওঁরা ওরকম হলে হরভজন সিংহ, অনিল কুম্বলে বা সচিন তেন্ডুলকররাও হয়তো এরকমই ছিল।’’

আরও পড়ুন: হার্দিকদের দেশে ফেরানো নিয়ে নাটক, তীব্র মতভেদ

৩৮ বছর বয়সী হরভজন আরও বললেন, “এতদিন ধরে দলে খেলছে, ভারতীয় দলের সংস্কৃতি নিয়ে ভালই ধারণা রয়েছে ওঁদের।’’ নির্বাসনের প্রশ্নে হরভজন বলেন, ‘‘বিসিসিআই একদম ঠিক বিচার করেছে। এটা হওয়ারই কথা ছিল। বোর্ডের এই বিচারে আমি এক ফোঁটাও চমকে যাইনি।’’

আরও পড়ুন: ‘বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে ভাবলে খোলা মনে খেলতে পারব না’

নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্যের জেরে দলের অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন, ওরা যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছে, সেটাকে আমরা কোনও অবস্থাতেই সমর্থন করি না। ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমরা সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করি না।’’

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরেরসেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE