Advertisement
২০ এপ্রিল ২০২৪
India vs Sri Lanka

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হল হার্দিককে

চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই প্রতিটি ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হার্দিক পাণ্ড্য। ফলে পর পর টুর্নামেন্টে খেলায় স্বভাবতই ক্লান্ত হার্দিক। দলের সেরা অস্ত্রকে চাঙ্গা রাখতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করছে দেশের ক্রিকেট মহল।

হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ২১:৪০
Share: Save:

কলকাতায় ১৬নভেম্বর থেকে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। তার আগেই পূর্বঘোষিত দলে পরিবর্তন আনল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিসিআই তাতে নাম ছিল হার্দিক পাণ্ড্যর। কিন্তু হার্দিককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিততে মরিয়া সঞ্জু স্যামসন

আরও পড়ুন: ‘মুখ বন্ধ রাখুন! ধোনি পিএম হলে আপনি এমএলএ’

এ দিন বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচকমণ্ডলী হার্দিককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লাগাতার খেলার ফলে, চোট আঘাত থেকে মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই প্রতিটি ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হার্দিক পাণ্ড্য। ফলে পর পর টুর্নামেন্টে খেলায় স্বভাবতই ক্লান্ত হার্দিক। দলের সেরা অস্ত্রকে চাঙ্গা রাখতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করছে দেশের ক্রিকেট মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE