Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hardik Pandya

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, এলেন জাডেজা

হার্দিকের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলে এসেছেন বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এমনিতে তাঁকে স্কোয়াডে রাখেননি জাতীয় নির্বাচকরা। হার্দিকের চোট তাঁর সামনে সুযোগ এনে দিল।

চোটের ফলে বিশ্বকাপে হার্দিকের অংশগ্রহণ নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। ফাইল চিত্র।

চোটের ফলে বিশ্বকাপে হার্দিকের অংশগ্রহণ নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৫
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। কোমরের নীচে চোট রয়েছে হার্দিক পান্ড্য। সেই সমস্যাতেই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে যে হার্দিককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। পরের সপ্তাহে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে রিহ্যাবের জন্য যাবেন তিনি। সেখানে স্ট্রেংথ ও কন্ডিশনিং বাড়ানোর জন্য খাটাখাটনি করবেন তিনি।

হার্দিকের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলে এসেছেন বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এমনিতে তাঁকে স্কোয়াডে রাখেননি জাতীয় নির্বাচকরা। হার্দিকের চোট তাঁর সামনে সুযোগ এনে দিল।

আরও পড়ুন: হার্দিক-রাহুলের ভবিষ্যৎ এখন ওম্বাডসম্যান ডি কে জৈনের হাতে

আরও পড়ুন: সৌরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূজারার​

ঘটনা হল, ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাসিত হয়েছিলেন হার্দিক। তারপর নির্বাসন তুলে নেওয়া হয় শর্তসাপেক্ষে। জাতীয় দলে ফিরে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট মিলিয়ে ছয় ম্যাচে সাত উইকেট নেন তিনি। করেন ৮৬ রানও। ভারতের বিশ্বকাপের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে তাঁর জায়গা নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু, চোটের জন্য হার্দিককে নিয়ে সংশয় বাড়ল। কারণ, বিশ্বকাপের আগে এটাই ছিল বিরাট কোহালির দলের শেষ আন্তর্জাতিক সিরিজ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE