Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

জোড়া টেস্ট হারের পর ঘোরার ছবি দিয়ে ট্রোলড হার্দিক

তিন দিন আগে হার্দিক পান্ড্য একটি ছবি পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে নিজের ছবি দিয়ে হার্দিক লিখেছিলেন ‘ট্র্যাভেল ডে, লন্ডন, নটিংহ্যাম’। এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁকে আক্রমণ করে কমেন্ট আসতে শুরু করে।

এই ছবি পোস্ট করেই ট্রোলড হতে হয়েছে হার্দিক পাণ্ড্যকে। ছবি: হার্দিকের ইনস্টাগ্রাম।

এই ছবি পোস্ট করেই ট্রোলড হতে হয়েছে হার্দিক পাণ্ড্যকে। ছবি: হার্দিকের ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ১৬:২৮
Share: Save:

ঘোরার ছবি দিয়ে রীতিমতো ট্রোলড হতে হল অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। ক্রিকেটপ্রেমীদের উপদেশ, ‘না ঘুরে খেলায় মন দাও।’ শনিবার তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত নটিংহ্যামে। তার আগের দুটো টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। তৃতীয় টেস্ট তাই ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ‘মাস্ট উইন’ ম্যাচ বিরাট কোহালিদের জন্য। এই ম্যাচ হেরে গেলে সিরিজ হাত ছাড়া হয়ে যাবে দুই ম্যাচ বাকি থাকতেই। আর সে কারণেই ইংল্যান্ডও জিততে চাইবে।

তিন দিন আগে হার্দিক পান্ড্য একটি ছবি পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে নিজের ছবি দিয়ে হার্দিক লিখেছিলেন ‘ট্র্যাভেল ডে, লন্ডন, নটিংহ্যাম’। এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর বিরুদ্ধে কমেন্ট আসতে শুরু করে। একজন লিখেছেন, ‘‘বিসিসিআই-এর স্পনসর করা তোমার প্রথম ও শেষ ইউকে পিকনিক ভাল মতো পালন কর।’’ কেউ লিখেছেন, ‘‘নিজের খেলায় মন দাও বন্ধু।’’ একজনের উপদেশ, ‘‘অনুশীলন করো, এই সব পরে কোর। তুমি ওখানে ফটোশুট করতে যাওনি।’’

এ ভাবেই ট্রোলড হতে শুরু করে হার্দিকের সেই পোস্ট। যদিও এই সিরিজের হার্দিক তেমনভাবে নিজের সেরাটা দিতে পারেননি। যে কারণে এমনিতেই রেগে রয়েছে ভারতের ক্রিকেট সমর্থকরা। একজন তো বলেই দিয়েছেন, ‘‘দেখে তো মনে হচ্ছে ক্রিকেট ট্যুর না ছুটি কাটাতে গিয়েছে সবাই।’’ একজন বলছেন, ‘‘তোমার ট্র্যাভেল এজেন্ট হওয়া উচিত ছিল প্লেয়ার না হয়ে।’’ এরকম নানা কটূক্তি যোগ হয়েছে হার্দিকের পোস্টে।

আরও পড়ুন
মরণ-বাঁচন ম্যাচে অভিষেক পন্থের, ফের টস হারলেন বিরাট

তবে শুধু হার্দিক নন। গোটা ভারতীয় দল এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফ্লপ। প্রথম টেস্টে বিরাট কোহালির ব্যাট থেকে রান এসেছিল। সেই টেস্টে অনেকটাই লড়াই করেছিল ভারতীয় দল। যদিও হারতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে নাস্তানাবুদ হয়ে হারতে হয়েছে ভারতকে। তার মধ্যে এই ঘোরাঘুরি মেনে নিতে পারছে না ভারতের ক্রিকেটপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE