Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চোট সারাতে নিজে বিশ্রাম চান হার্দিক

হার্দিক বলছেন, এত ক্রিকেট খেলতে হচ্ছে বলে ছোটখাটো চোট নিয়ে তিনি বিব্রত হয়ে পড়ছেন। ‘‘আমি এত ক্রিকেট খেলছিলাম, যে এই চোটগুলো থেকেই যাচ্ছিল।

লক্ষ্য: এখন জিমে ফিটনেস বাড়াতে চান হার্দিক। ফাইল চিত্র

লক্ষ্য: এখন জিমে ফিটনেস বাড়াতে চান হার্দিক। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০৩:৩৯
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছিলেন। সোমবার এ কথা জানালেন স্বয়ং হার্দিক পাণ্ড্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভার বল করার সময়ই চোট পেয়েছিলেন হার্দিক। ভারতের এই তরুণ অলরাউন্ডারের এখন লক্ষ্য, দ্রুত এই চোট সমস্যা থেকে মুক্তি পাওয়া। একটি টিভি চ্যানেলে হার্দিক বলেছেন, ‘‘সত্যি কথা হল, আমি নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছিলাম। আমার শরীর একটু বিশ্রাম চাইছিল।’’

হার্দিক বলছেন, এত ক্রিকেট খেলতে হচ্ছে বলে ছোটখাটো চোট নিয়ে তিনি বিব্রত হয়ে পড়ছেন। ‘‘আমি এত ক্রিকেট খেলছিলাম, যে এই চোটগুলো থেকেই যাচ্ছিল। আমি তখনই মাঠে নামতে চাই, যখন পুরো সুস্থ হয়ে যাব। যখন মনে করব, মাঠে নেমে আমি একশো শতাংশ দিতে পারব।’’

আরও পড়ুন: ঋদ্ধিমানের বড় চ্যালেঞ্জ অশ্বিন

আপাতত তিনি যে সময়টা বিশ্রামের জন্য পাচ্ছেন, তাতে কী করবেন, তাও ঠিক করে নিয়েছেন এই অলরাউন্ডার। হার্দিক বলেছেন, ‘‘আমার ভাগ্য ভাল যে এই বিশ্রামটা পেলাম। এই সময় আমি জিমে ট্রেনিং করব যাতে ফিটনেস আরও ভাল হয়। আমি দক্ষিণ আফ্রিকা সফরটার দিকে তাকিয়ে আছি। ওই সময়ে পুরো সুস্থ হয়ে যেতে চাই।’’

দু’দিন বাদে শ্রীলঙ্কা সিরিজ শুরু হয়ে যাবে। কিন্তু হার্দিকের চোখ সেই দক্ষিণ আফ্রিকা সফরের দিকে। ‘‘ওই সফরটায় যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। ওই সিরিজটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি সব সময় চ্যালেঞ্জ ভালবাসি। চ্যালেঞ্জই আমাকে এগিয়ে নিয়ে যায়,’’ বলেছেন তিনি। পাশাপাশি যোগ করেন, ‘‘আপনারা যেমন বলছেন, আমি হয়তো ভারতীয় দলের সেই মিসিং লিঙ্ক। কে জানে আমিই হয়তো ওই সফরে দু’দলের মধ্যে তফাত গড়ে দেব। আমি নিশ্চিত, দক্ষিণ আফ্রিকা সফরে আমরা খুব ভাল খেলব।’’

তাঁর ক্রিকেট জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে হার্দিক বলেছেন, ‘‘আমার জীবন বদলে যায়, যখন আইপিএলে আমি মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পাই। মাঝে আমি একটু ব্যর্থতার স্বাদ পেয়েছিলাম। এবং সেখান থেকেই শিক্ষা নিই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hardik Pandya Cricket Indian Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE