Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লেগস্পিন-অফস্পিন বিতর্ক চান না অশ্বিন

অশ্বিন বলেছেন, ‘‘আগে ধারণা ছিল, পৃথিবী ঘুরছে, তাই আমার চারপাশের সব কিছুও ঘুরবে।  এটাও ঠিক সে রকম। পুরোটাই সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেট উপলব্ধির উপরেই চলে।’’

রবিচন্দ্রন অশ্বিন।—ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিন।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৪:২৬
Share: Save:

বর্তমান ভারতীয় ওয়ান ডে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল। যাঁদের দু’জনেই রিস্টস্পিনার (যাঁরা কব্জির সাহায্যে বল ঘোরায়)। কিন্তু দু’বছর আগে পর্যন্ত আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার জুটি নিয়মিত খেলেছেন ওয়ান ডে দলে। ফিঙ্গারস্পিনার (যাঁরা আঙুলের সাহায্যে বল ঘোরায়) হিসেবে যাঁরা পরিচিত বিশ্ব ক্রিকেটে। কিন্তু দু’বছরের মধ্যে ভারতীয় দলে এই পরিবর্তনের কারণ কী? ফিঙ্গারস্পিনারের কার্যকরিতা কী তা হলে কমতে শুরু করেছে?

এই বিতর্কিত প্রশ্নের উত্তর খুব একটা সহজ ভাবে দিলেন না ভারতীয় অফস্পিনার আর অশ্বিন। তাঁর মন্তব্য, পুরোটাই ‘উপলব্ধির’ উপর দিয়ে চলছে। মঙ্গলবার দেওধর ট্রফির ম্যাচের পরে অশ্বিন বলেছেন, ‘‘আগে ধারণা ছিল, পৃথিবী ঘুরছে, তাই আমার চারপাশের সব কিছুও ঘুরবে। এটাও ঠিক সে রকম। পুরোটাই সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেট উপলব্ধির উপরেই চলে।’’

বিদেশের মাটিতে অশ্বিনের বোলিং পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমনকি তাঁর বলে অতিরিক্ত বৈচিত্র নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞেরা। যা এখন আর গুরুত্ব দেন না অশ্বিন। তাঁর কথায়, ‘‘এই বৈচিত্র যদি উইকেট এনে দেয়, তা হলে সবাই প্রশংসা করবে। কিন্তু তা না হলে আলোচনা হবেই। সবারই একটা বক্তব্য রয়েছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ওয়ান ডে-তে ১৫০ উইকেট পাওয়ার পরেও বিশেষজ্ঞেরা বলেছেন, আমি একটু বেশিই বৈচিত্র প্রয়োগ করছি। অনেকেই এ রকম কথা বলে, কিন্তু এই সব আর মাথায় নিতে চাই না। মন দিয়ে নিজের খেলাটা উপভোগ করতে চাই।’’

অশ্বিনের আরও বিস্ফোরক মন্তব্য, ‘‘সব সময়েই চেষ্টা করে এসেছি নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে। অতীতে অনেক বার করেছি। কিন্তু সেগুলো নিয়ে কোনও আলোচনা করতে দেখা যায়নি কোনও বিশেষজ্ঞকে। আমি আশাও করি না। তাই এ সব নিয়ে ভাবাও বন্ধ
করে দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin Indian cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE