Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নিজেকে দক্ষিণ আফ্রিকান বলতে লজ্জা হয়: কালিস

দেশের চারটি ক্রীড়া ফেডারেশনকে বাতিল করার বিরুদ্ধে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অল রাউন্ডার জাক কালিস। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলতে গিয়ে কালিস বলেন, সরকারের এই সিদ্ধান্তের পর নিজেকে দেশের এক জন ভাবতে লজ্জা হচ্ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১৮:২৮
Share: Save:

দেশের চারটি ক্রীড়া ফেডারেশনকে বাতিল করার বিরুদ্ধে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অল রাউন্ডার জাক কালিস। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলতে গিয়ে কালিস বলেন, সরকারের এই সিদ্ধান্তের পর নিজেকে দেশের এক জন ভাবতে লজ্জা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার সরকারি নিয়ম অনুযায়ী, যে কোনও জাতীয় দলে ৫০ শতাংশ কৃষ্ণাঙ্গ থাকা বাধ্যতামূলক। সব সময় যে এই নিয়ম মেনে চলা হয় তেমন নয়। দক্ষিণ আফ্রিকায় প্রায় ৯০ শতাংশ কৃষ্ণাঙ্গের বাস। কিন্তু ক্রিকেট বা রাগবির মতো বেশ কয়েকটি খেলায় কৃষ্ণাঙ্গদের উপস্থিতি হাতে গোনা। বিষয়টি নিয়ে সরকার কড়া পদক্ষেপ নেওয়ায় সবচেয়ে সমস্যায় পড়ল রাগবি দল। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় রাগবি বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা। এই মুহূর্তে দলে মাত্র তিন জন কৃষ্ণাঙ্গ রয়েছেন।

খেলাধুলার ক্ষেত্রে সংরক্ষণের বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছেন অনেক খেলোয়াড়। সেই তালিকায় নয়াতম সংযোজন জাক কালিস বলেন, “খেলা আর রাজনীতিটাকে আলাদা ভাবে দেখা উচিত। এই ধরনের সিদ্ধান্তের পর নিজেকে দক্ষিণ আফ্রিকান বলতে লজ্জা হয়।”

আরও পড়ুন:
আইপিএলের ১০ লজ্জার রেকর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jacques Kallis Racism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE