Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Football

যুবভারতীতে লাল-হলুদ জোয়ার, ৩৩ মাসের খরা কাটল ৩-২ গোলে জয়ে

খেলার শুরুতেই এগিয়ে গেল মোহনবাগান।  গোল করলেন আজহারউদ্দিন মল্লিক। পরে ইস্টবেঙ্গল পরপর তিনটি গোল করে।১৬ মিনিটে রালতে ও ৪৪ মিনিটে জবি জাস্টিন গোল করে এগিয়ে দেন দলকে।৬২ মিনিটে আবার রালতের গোল।

জয়োল্লাস।— ফাইল চিত্র।

জয়োল্লাস।— ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:২১
Share: Save:

৩-২ গোলে জিতে গেল ইস্টবেঙ্গল। প্রথমে ১৩ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক। তার ঠিক চার মিনিট পরেই গোলশোধ ইস্টবেঙ্গলের। গোলদাতা রালতে। ৪৪ মিনিটে জবি জাস্টিনের গোলে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে ফের রালতের গোল। ৭৫ মিনিটে বাগানের হয়ে ব্যবধান কমালেন ডিকা।

• ম্যাচ শেষ। ইস্টবেঙ্গল ৩৩ মাস পর জয় পেল মোহনবাগানের বিরুদ্ধে।

• ৩ মিনিট ইনজুরি টাইম দেওয়া হল।

• ৮৮ মিনিটে কিনওয়াকিকে ফাউল করা হল। পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক পেল মোহনবাগান। কিন্তু গোল হল না।

• বাগান গোলরক্ষক শঙ্কর রায়কে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলেন জবি জাস্টিন।

আরও পড়ুন: কোহালির ২৫তম সেঞ্চুরির দিনে লায়নের দাপট, ১৭৫ রানের লিড অজিদের

৭৫ মিনিটে দিপান্দা ডিকার গোলে ব্যবধান কমাল মোহনবাগান। ম্যাচের ফল আপাতত ৩-২।

৬২ মিনিটে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে এগিয়ে দিলেন রালতে।

• ১০ জনে খেলছে মোহনবাগান।

৬০ মিনিটে জবি জাস্টিনকে ফাউল করার জন্য মোহনবাগানের কিংসলেকে লাল কার্ড দেখালেন রেফারি।

• ৫৪ মিনিটে ইস্টবেঙ্গলের মনোজ মহম্মদকে হলুদ কার্ড।

• ৫০ মিনিটে ইস্টবেঙ্গলের করা ফাউল নিয়ে মাঠে সামান্য উত্তেজনা ফুটবলারদের মধ্যে।

• ৪৮ মিনিটে ইস্টবেঙ্গলের অ্যাকোস্টাকে হলুদ কার্ড দেখালেন রেফারি।

• শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।

• বিরতিতে ইস্টবেঙ্গল:২ মোহনবাগান:১

আরও পড়ুন: এনরিকে নেই, মেনেন্দেস তাকিয়ে জবি জাস্টিনের দিকে

আরও পড়ুন: আজকের ডার্বিতে রক্ষণই বড় চিন্তার কারণ শঙ্করলালের

৪৪ মিনিটে জবির গোল। ইস্টবেঙ্গল এগিয়ে গেল ২-১ গোলে।

• ৪০ মিনিটে ব্রেন্ডনের সেন্টার থেকে সহজ সুযোগ পেয়েছিলেন জবি জাস্টিন। বাগান রক্ষণে কাঁপুনি।

•৩২ মিনিটে বাগান স্টপার কিংসলেকে হলুদ কার্ড।

• ২৭ মিনিটে ডিকাকে বক্সের বাইরে ফেলে দেওয়া হল। মোহনবাগানের ফাউলের আবেদন নাকচ।

• ২৫ মিনিটে হলুদ কার্ড দেখলেন বাগান মিডিও কিনওয়াকি।

১৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করলেন রালতে।

১৩ মিনিটের মাথায় আজহারউদ্দিনের গোলে এগিয়ে গেল মোহনবাগান।

আজ যারাই জিতবে আই লিগে সুবিধাজনক জায়গায় চলে যাবে। মোহনবাগানের ছয় ম্যাচে ৯ পয়েন্ট। ইস্টবেঙ্গলও সমসংখ্যক পয়েন্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE