Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

যদি কেউ চাপে থাকে তা হলে সেটা ভারত: মাশরাফি

দল হিসেবে যে বাংলাদেশ অনেকটাই বদলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। অসহায় আত্মসমর্পণের যে আর কোনও জায়গা নেই তাও তারা বুঝিয়ে দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছনো অনেকটাই ভাগ্যের জোড়ে। তা মেনেও নিয়েছিলে দল।

অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১১:২১
Share: Save:

২০১৬র টি২০ বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে জয়ের খুব কাছে গিয়েও ১ রানে হার। বেশিদিন আগের কথা নয়। স্মৃতির পাতা এখনও তাজাই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।আজ যখন ভারতের বিরুদ্ধে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে নামবেন মাশরাফিরা তখন মনের কোনায় যে সেই ম্যাচ উঁকি দিয়ে যাবে মাঝে মাঝেই সেটাই স্বাভাবিক। তবে, সব পিছনে ফেলেই এই লড়াইয়ে নামতে চান টাইগারসরা। দলের অধিনায়ক মোর্তাজা মাশরাফি বলেন, ‘‘আমাদের কে সমীহ করছে বা করছে না সেটা আলাদা ইস্যু।কিন্তু টিম হিসেবে আমাদের দায়িত্ব খেলার উন্নতি করা।’’

আরও খবর: রেকর্ড ভারতের দিকে! আবার রেকর্ডই ভরসা জোগাচ্ছে বাংলাদেশকে

দল হিসেবে যে বাংলাদেশ অনেকটাই বদলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। অসহায় আত্মসমর্পণের যে আর কোনও জায়গা নেই তাও তারা বুঝিয়ে দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছনো অনেকটাই ভাগ্যের জোড়ে। তা মেনেও নিয়েছিলে দল। কিন্তু এখানে পৌঁছে আর কোনও আত্মতুষ্টির জায়গা নেই। মাশরাফি বলেন, ‘‘দল হিসেবে শেষ দু’তিন বছরে আমরা অনেক বদলেছি। বিশেষ করে ড্রেসিংরুমের পরিবেশ থেকে মাঠের ভিতরের দলগত অবস্থান। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’ বাংলাদেশের এই লড়াকু মানসিকতার সঙ্গে অবশ্য পরিচয় আছে ভারতীয় শিবিরের। মাশরাফি বলেন, ‘‘যদি এটাকে সেমিফাইনাল ভেবে খেলতে নামি তা হলে চাপের পরিমাণ অনেকবেশি হবে। কিন্তু যদি এটাকে আরও একটা ম্যাচ ভাবি তা হলে কিছুটা হালকা মনে খেলা যাবে।’’

বাংলাদেশের অনুশীলনে কোচও অধিনায়ক। ছবি: রয়টার্স।

২০০৪ এর পর এটাই ছিল বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে এগারোজন বাঙালি। বাংলাদেশেকে তেমনভাবে এই টুর্নামেন্টে প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি। বরং বৃষ্টি যে ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে ঠিক সে ভাবেই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সেমিফাইনালে। মাশরাফি বলেন, ‘‘যদি ওটা চাপ হয় তা হলে বলব ভারত অনেকবেশি চাপে। কারণ তাদের ঘিরে অনেক বেশি প্রত্যাশা। ভারতের মানুষ ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের মানুষও তাই। দুই দলের কাছ থেকেই অনেক প্রত্যাশা।কিন্তু দিনের শেষে এটা ক্রিকেট। তাই যে আজ ভাল খেলবে সেই জিতবে। আর দু’দলই নিজেদের সেরাটা দিতে চাইবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE