Advertisement
১৬ এপ্রিল ২০২৪
ভিডিয়ো দেখে প্রস্তুতি চলছে শামির

‘বাংলা ছেড়ে যাব না’, জেরার দিনে শামির ঘোষণা

ভারতীয় দলের ম্যাচ না থাকলে মায়ের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশের বাড়িতে যান ঠিকই। কিন্তু এখনও বেশির ভাগ সময় মহম্মদ শামি কাটাতে চান কলকাতাতেই।

বন্ধু: অনেক দিন পরে ইডেনে শামি। সোমবার দেখা করে গেলেন সতীর্থ অশোক ডিন্ডার সঙ্গে। ছবি: সুদীপ্ত ভৌমিক

বন্ধু: অনেক দিন পরে ইডেনে শামি। সোমবার দেখা করে গেলেন সতীর্থ অশোক ডিন্ডার সঙ্গে। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:০৪
Share: Save:

ইডেনে বাংলার ম্যাচ দেখতে হাজির হয়ে মহম্মদ শামি জানিয়ে দিলেন, কখনও বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার কোনও ইচ্ছাই তাঁর নেই। বাংলার ক্রিকেটার হিসেবেই ভারতীয় ক্রিকেটমহলে তাঁর পরিচিতি। যা নিয়ে তিনি গর্বিত।

ভারতীয় দলের ম্যাচ না থাকলে মায়ের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশের বাড়িতে যান ঠিকই। কিন্তু এখনও বেশির ভাগ সময় তিনি কাটাতে চান কলকাতাতেই। স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, তিনি নাকি কলকাতা ছেড়ে চলে যাবেন। এমনও বলা হচ্ছিল যে, তিনি অন্য রাজ্যের হয়ে রঞ্জি খেলতে পারেন। কিন্তু শামি ইডেনে দাঁড়িয়ে বলে দেন, ‘‘বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার কথা কেন ভাবব? কোনও দিন এটা মাথাতেও আসেনি। যত দিন খেলার সুযোগ পাব, যত দিন আমার শরীর আমাকে সঙ্গ দেবে, বাংলার হয়েই খেলব।’’

এ দিনই স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে ফের লালবাজারে তলব করা হয় শামিকে। প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি শামির স্ত্রী হাসিন জাহান পুলিশের কাছে ফের অভিযোগ করেছেন, এই মামলা তুলে নেওয়ার জন্য তাঁর সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। এর আগে শামির ‘বার্থ সার্টিফিকেট’ নকল বলেও অভিযোগ করেছিলেন তিনি। তা নিয়েও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে হাসিনের দাবি। সূত্রের খবর, শামি এদিন পুলিশি জেরায় জানিয়েছেন, তাঁর স্ত্রী যে সমস্ত অভিযোগ করছেন তা পুরোপুরি মিথ্যা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যে ‘বার্থ সার্টিফিকেট’ দেওয়া হয়েছে সেটাই আসল, আধার কার্ডে ভুল আছে বলে জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই সেটির সংশোধন করা হবে বলেও পুলিশকে জানান শামি।

আরও পড়ুন
লালবাজারে ভারতীয় পেসার শামিকে দু’ঘণ্টা জেরা, তদন্ত শেষের মুখে

এ সবের মধ্যেই সামনে ভারতের অস্ট্রেলিয়া সফর। যা নিয়ে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে শামির। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসন বহালই রয়েছে। দুই তারকা না থাকলে যে তাঁরা বিশেষ সুবিধে পাবেন, মেনে নিচ্ছেন শামি। বলছেন, ‘‘বিপক্ষের সেরা ক্রিকেটারেরা না থাকলে অবশ্যই সুবিধা পাওয়া যায়। কিন্তু কে খেলল না খেলল, সে সব নিয়ে চিন্তা না করে নিজের পরিকল্পনা অনুযায়ী বল করে যেতে হবে। গা-ছাড়া মনোভাবের কোনও জায়গাই নেই।’’

ইংল্যান্ড সফরে ভারতীয় পেস বিভাগের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। অস্ট্রেলিয়া সফরেও এই ছন্দ ধরে রাখতে চান শামি। বলেন, ‘‘ইংল্যান্ডের সুইং-সহায়ক পরিবেশের জন্য পেসাররা সাহায্য পায়। আমরাও পেয়েছি এবং ভাল বল করেছি। অস্ট্রেলিয়ার পিচেও আশা করি সাহায্য পাব। সঠিক লাইন ও লেংথে বল করতে পারলে ওদের বিরুদ্ধেও ভাল ফল করতে পারব।’’ আরও বলেন, ‘‘আমার অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিপক্ষের ব্যাটসম্যানদের ভিডিয়ো দেখছি। দেখা যাক এ বার মাঠে কতটা সেগুলোকে প্রয়োগ করতে পারি।’’

আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় কিন্তু অন্য লড়াই, সতর্ক করছেন রোহিত

ভারত কি সিরিজ জিতে ফিরতে পারবে? শামির জবাব, ‘‘আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেব। লড়াই ছাড়ব না।’’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি সুযোগ পেয়েও পরে বাদ পড়ে যান। বিশ্বকাপের আশা অবশ্য এখনই ছাড়তে নারাজ তিনি। বলছেন, ‘‘বিশ্বকাপের সময় যে বেশি ফিট থাকবে তাকেই দেওয়া হবে। এখনও অনেকটা সময় রয়েছে। তার আগে ভাল খেলতে করলে নির্বাচকদের চিন্তাভাবনায় নিশ্চয়ই আসব।’’

যদিও এখন থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না শামি। বলেন, ‘‘সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেটা নিয়েই এখন বেশি ভাবছি আমরা। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে অস্ট্রেলিয়ায় আমাদের জেতা বেশি গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE