Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লর্ডসে ফাইনাল নিয়ে আশাবাদী ভুবনেশ্বর

এমনিতেই লর্ডস ভুবনেশ্বরের অন্যতম প্রিয় মাঠ। দীর্ঘ ২৪ বছর পরে লর্ডসে ভারতের টেস্ট জয়ের অন্যতম স্থপতি তিনি।

 লক্ষ্য: কাপে চোখ ভুবনেশ্বরের।

লক্ষ্য: কাপে চোখ ভুবনেশ্বরের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০৬:৪০
Share: Save:

ক্রিকেটের মক্কা লর্ডসে ফাইনাল খেলবে ভারত। এই মানসিক প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ অভিযানে নামতে চলেছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।

এমনিতেই লর্ডস ভুবনেশ্বরের অন্যতম প্রিয় মাঠ। দীর্ঘ ২৪ বছর পরে লর্ডসে ভারতের টেস্ট জয়ের অন্যতম স্থপতি তিনি। বল হাতে ৮২ রানে ছয় উইকেট। তার পরে ব্যাটে ৫২ রান করে ভুবনেশ্বর পাঁচ বছর আগে ক্রিকেটের মক্কায় মহেন্দ্র সিংহ ধোনির ভারতের টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এ বারও ফের সেই লর্ডসেই বিশ্বকাপ ফাইনাল খেলবে বিরাট কোহালির ভারত, এমনই আশা ভুবনেশ্বরের।

তিনি বলছেন, ‘‘এখনও পর্যন্ত দু’তিন বার ইংল্যান্ডে এসেছি। তবে ইংল্যান্ডে খেলতে সব সময়েই ভাল লাগে। এ বারও লর্ডসে ফাইনাল খেলতে পারলে সেটা হবে বড় প্রাপ্তি। লর্ডসে খেলার মধুর স্মৃতি রয়েছে আমার।’’ সঙ্গে যোগ করেন, ‘‘লর্ডস শুধু আমার কাছেই একটা বিশেষ জায়গা নয়। যে কোনও ক্রিকেটারই লর্ডসে খেলতে চায়। কাজেই এ বার ফাইনালে গেলে লর্ডসে নামার সেই মুহূর্তটা যে কেবল আমার কাছেই স্মরণীয় হয়ে থাকবে তা নয়। দলের সকলের কাছেই একটা দুর্দান্ত অভিজ্ঞতা হবে। মনে হচ্ছে সেই আশা পূর্ণ হবে।’’

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও ভাল বল করেছেন ভুবনেশ্বর। সেই ম্যাচে পাঁচ ওভার বল করে ১৯ রান দেন তিনি। ব্যাটে শতরান করেন কে এল রাহুল ও মহেন্দ্র সিংহ ধোনি। যে প্রসঙ্গে ভুবনেশ্বর বলছেন, ‘‘ওই ম্যাচে ভাল পারফরম্যান্স করেছে দল। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সব ঝালিয়ে নেওয়া গিয়েছে। আমরা এটাই করতে চেয়েছিলাম। কারণ, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে কোনও দলই ভাবিত থাকে না। এই ধরনের ম্যাচে লক্ষ্য থাকে সব জায়গা মেরামত করে দেখে নেওয়া।’’ তিনি আরও বলেন, ‘‘প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল। বড় রান পাওয়ার পাশাপাশি বোলিংও ঠিকঠাক হয়েছে। যে কোনও দলের কাছেই ৩৫০ রান তাড়া করা একটা কঠিন কাজ।’’

ইংল্যান্ডের পরিবেশে বোলিং করা নিয়ে ভুবনেশ্বরের অভিমত, ‘‘বল করতে নেমে নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না। পাশাপাশি, অতিরিক্ত কিছু করার স্বাধীনতাও থাকতে হবে। আর ইংল্যান্ডের এই পাটা উইকেটে আঁটসাঁট বল করতে হবে। আর অপেক্ষা করতে হবে ব্যাটসম্যানের ভুলের জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhuvneshwar Kumar India Lords ICC World Cup 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE