Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hashim Amla

আজই কি বিরাট কোহালিকে টপকে যাবেন হাসিম আমলা?

বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

বিরাট কোহালির থেকে মাত্র ৯০ রান দূরে হাসিম আমলা।

বিরাট কোহালির থেকে মাত্র ৯০ রান দূরে হাসিম আমলা।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৪:৩৮
Share: Save:

বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা ভেঙে দিতে পারেন বিরাট কোহালির রেকর্ড।

একদিনের ক্রিকেটে দ্রুততম ৮০০০ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহালির। আমলা মাত্র ৯০ রান পিছিয়ে রয়েছেন কোহালির থেকে। বিশ্বকাপে আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে আজই কি আমলা এই রেকর্ড ভাঙতে পারবেন? এই প্রশ্নেই সরগরম ইংল্যান্ড। যদি তা সম্ভব হয়, তা হলে কোহালির চেয়ে ৪টি ইনিংস আগেই মাইলস্টোন পেরোবেন দক্ষিণ আফ্রিকান ডানহাতি।

১৭৫টি ইনিংসে কোহালির এই রেকর্ড রয়েছে। অন্য দিকে ১৭১টি ইনিংস খেলা আমলা এই মুহূর্তে বিরাটের থেকে ৯০ রান পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন: সর্বকালের সেরা অপ্রতিরোধ্য বিশ্ব একাদশে দুই ভারতীয়, পাঁচ অজি

এখনও পর্যন্ত দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ রানের রেকর্ড রয়েছে আমলার ঝুলিতে।

আরও পড়ুন: ডেবিউ বিশ্বকাপই কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে এই তারকাদের

আট হাজার রানের গণ্ডি পেরোলে তিনি হবেন চার নম্বর প্রোটিয়া তারকা যিনি ওয়ান ডেতে এই রান করলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার জাক কালিস, হার্শেল গিবস, এ বি ডেভিলিয়ার্সও আট হাজারের গণ্ডি পেরিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE