Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারতই জিতবে, বলছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন

লঙ্কা অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে মনে করেন, বিরাট কোহালির হাতেই এ বার বিশ্বকাপটা উঠবে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির ধারণা, অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসটাই অ্যারন ফিঞ্চদের এগিয়ে রাখছে। 

শ্রীলঙ্কা অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে।—ছবি এএফপি।

শ্রীলঙ্কা অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০৪:১০
Share: Save:

বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে গতকাল তাঁদের দল খেলেছে এ বারের দুই ফেভারিটের সঙ্গে। শ্রীলঙ্কা হেরেছে ভারতের বিরুদ্ধে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচের পরে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বেছে নিলেন তাঁদের পছন্দের চাম্পিয়নকে।

কী তাদের পছন্দ? শ্রীলঙ্কা অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে মনে করেন, বিরাট কোহালির হাতেই এ বার বিশ্বকাপটা উঠবে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির ধারণা, অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসটাই অ্যারন ফিঞ্চদের এগিয়ে রাখছে।

ভারতের কাছে হারের পরে করুণারত্নে পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘ভারতের বিশ্বকাপ জেতার সব চেয়ে ভাল সুযোগ আছে। ওদের হারাতে গেলে বিপক্ষ দলকে খুবই ভাল খেলতে হবে।’’ অন্য দিকে ডুপ্লেসি বলেছেন, ‘‘বিশ্বকাপে খেলতে এলেই অস্ট্রেলিয়া যেন অন্য দল হয়ে যায়। ওদের আত্মবিশ্বাসটাই অন্য পর্যায়ে পৌঁছে যায়। এই আত্মবিশ্বাসটা যেন অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ডটাই বলে দেয়, এই প্রতিযোগিতায় কতটা ভয়ঙ্কর ওরা।’’ আপনার চোখে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার তা হলে কে? প্রশ্নের জবাবে ডুপ্লেসি বলেছেন, ‘‘ভারত, অস্ট্রেলিয়া দুটো দলই বুঝিয়ে দিয়েছে, বড় ম্যাচ জেতার ব্যাপারে ওরা বাকিদের চেয়ে অনেক এগিয়ে। তাই অস্ট্রেলিয়া না হলে ভারতই এ বার ট্রফি নিয়ে যাবে।’’

অস্ট্রেলিয়ার সাফল্যের পিছনে যেখানে আত্মবিশ্বাসের কথা বলেছেন ডুপ্লেসি, সেখানে করুণারত্নে ভারতের উত্থানের নেপথ্যে দেখাচ্ছেন বিরাটদের দেশের ক্রিকেট কাঠামোকে। শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, ‘‘ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামোটা খুবই ভাল। যেখান থেকে ক্রিকেটার উঠে আসে। তা ছাড়া ওদের আইপিএলও আছে। আশা করব, আমাদের প্রশাসকরা ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে ভারতের ব্যাপারটা মাথায় রাখবে।’’

পাশাপাশি শ্রীলঙ্কা অধিনায়ক তাঁর দলের ব্যাটসম্যানদের পরামর্শও দিয়েছেন রোহিত শর্মার ইনিংস থেকে শিক্ষা নিতে। ‘‘রোহিত যখনই একটা ভাল শুরু করে, তখনই বড় রান করে মাঠ ছাড়ে,’’ বলেছেন করুণারত্নে। আরও প্রশংসা করে বলেছেন, ‘‘রোহিত একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। ও ভালই জানে, কোন বোলারকে মারতে হবে আর কোন বোলারকে সম্মান দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE