Advertisement
২০ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

আরও দু’বছর খেলতেই পারে ধোনি, বলছেন তারকা পেসার

নিন্দুকদের সমালোচনা যেমন হজম করছেন ধোনি, তেমনই তাঁর সমসাময়িক ক্রিকেটারদেরও পাশে পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ক্রিকেটবিশ্বের নজরে এখন ধোনি। ছবি: রয়টার্স।

ক্রিকেটবিশ্বের নজরে এখন ধোনি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
বার্মিংহ্যাম শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১৪:২০
Share: Save:

ডেথ ওভারে দ্রুত রান তুলতে পারছেন না মহেন্দ্র সিংহ ধোনি। ‘ফিনিশার’ হিসেবে তাঁর সুনাম ধাক্কা খেয়েছে চলতি বিশ্বকাপে।

বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরের দিনই ধোনির অবসর নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। এই পরিস্থিতিতে ধোনির পাশে দাঁড়ালেন শ্রীলঙ্কার তারকা বোলার লাসিথ মালিঙ্গা। দ্বীপরাষ্ট্রের এই বোলার মনে করেন, আরও এক বা দু’বছর খেলা চালিয়ে যেতেই পারেন ধোনি।

আফগানিস্তান, ইংল্যান্ড ম্যাচের পরে একের পর এক সমালোচনা ধেয়ে আসে ধোনির দিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটব্যক্তিত্বও ধোনির সমালোচনা করেন। মালিঙ্গা বলছেন, “আরও এক বা দু’বছর ধোনি খেলা চালিয়ে যেতেই পারে। বড় মঞ্চের জন্য তরুণ ক্রিকেটারদের ফিনিশার হিসেবে গড়ে তুলুক ধোনি। বিশ্বক্রিকেটে এখনও সেরা ফিনিশার ও। ধোনির জায়গা নেওয়া কঠিন। তরুণ ক্রিকেটারদের ধোনির কাছ থেকে শেখা উচিত।” সমালোচনায় ক্ষতবিক্ষত ধোনি পাশে পাচ্ছেন তাঁর সমসাময়িক ক্রিকেটারকেও।

আরও পড়ুন: বার বার ব্যাটের লোগো পাল্টে স্পনসরদের শুভেচ্ছা, অবসরের ইঙ্গিত ধোনির?

আরও পড়ুন: সেমিফাইনালে ভারতের মুখোমুখি কোন দল? কী বলছে হিসেব? দেখে নিন চার সম্ভাবনা

শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। মালিঙ্গা পরীক্ষা নেবেন ভারতীয় ব্যাটসম্যানদের। মাঠের লড়াইয়ের আগে ভারতীয় টিম নিয়ে শ্রদ্ধাশীল মালিঙ্গা। ১৪ জুলাই লর্ডসে বিরাট কোহালি ট্রফি তুলে ধরতে পারেন বলে মনে করেন এই পেসার। মালিঙ্গা বলছেন, ‘‘ভারত বিশ্বকাপ জিততেই পারে। দলে একাধিক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। রোহিত শর্মা দুরন্ত ছন্দে রয়েছে। বিরাট কোহালি এখনও সেঞ্চুরি পায়নি। সেমিফাইনাল অথবা ফাইনালে হয়তো প্রথম সেঞ্চুরিটা করবে কোহালি। কারণ ও বড় মঞ্চের প্লেয়ার। ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। এটাই ভারতকে এগিয়ে রাখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE