Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফৌজি চিহ্ন ছাড়া নামলেন ধোনি, থামছে না ক্ষোভ

ঘটনাটা কী? সংবাদ সংস্থা জানাচ্ছে, ক্যারিবিয়ান ওপেনার চেয়েছিলেন তাঁর ব্যাটে ‘ইউনিভার্স বস’ লোগো লাগাতে।

বদল: রবিবার ওভােল ধোনি। কিপিং গ্লাভসে নেই ফৌজি চিহ্ন। ছবি: এএফপি

বদল: রবিবার ওভােল ধোনি। কিপিং গ্লাভসে নেই ফৌজি চিহ্ন। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৫:০৯
Share: Save:

গত কয়েক দিন ধরে চলা বিতর্কের যেন শেষ নেই। মহেন্দ্র সিংহ ধোনি তাঁর উইকেটকিপিং গ্লাভস থেকে ফৌজি চিহ্ন ‘বলিদান’ সরিয়ে দিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেন। কিন্তু তার পরেও চলছে তা নিয়ে বিতর্ক।

আগেই আইসিসি জানিয়েছিল, ধোনির ক্ষেত্রে তারা অনড় মনোভাব নিচ্ছে। এখন জানা যাচ্ছে, শুধু ধোনিই নন, ক্রিস গেলের ক্ষেত্রেও একই রকম মনোভাব দেখিয়েছিল আইসিসি।

ঘটনাটা কী? সংবাদ সংস্থা জানাচ্ছে, ক্যারিবিয়ান ওপেনার চেয়েছিলেন তাঁর ব্যাটে ‘ইউনিভার্স বস’ লোগো লাগাতে। কিন্তু সেই অনুরোধ নাকচ করে দেয় আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘ক্রিকেটীয় সরঞ্জামে কোনও ব্যক্তিগত বার্তা দেওয়া যায় না। গেল আগে আগে এই নিয়ে আবেদন করেছিল। কিন্তু ওই আবেদন নাকচ হওয়ার পরে ও আর কিছু বলেনি। গেলের আবেদন একবার নাকচ হয়ে যাওয়ার পরে ধোনিকে কী করে অনুমতি দেওয়া যায়?’’

ধোনির গ্লাভসে কোনও বাণিজ্যিক লোগো নয়, ফৌজি চিহ্ন ছিল। যে কারণে গ্লাভস নিয়ে আবেগের মাত্রাটা একটু বেশি ছিল। আইসিসি কর্তা বলেছেন, ‘‘এটা ফৌজি চিহ্ন বলে সমস্যাটা নয়। নিয়মটা হচ্ছে, কোনও ব্যক্তিগত বার্তা দেওয়া যাবে না। গেলের ক্ষেত্রে যখন কোনও ব্যতিক্রম করা হয়নি, তখন ধোনির ক্ষেত্রে সেটা কী করে হবে?’’

প্রশ্ন উঠছে, তা হলে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে কী করে বিরাট কোহালিদের ফৌজি টুপি পরে মাঠে নামার অনুমতি দিল আইসিসি? জানা যাচ্ছে, দ্বিপাক্ষিক সিরিজে কোনও ত্রাণমূলক কাজের ক্ষেত্রে অনুমতি দিয়ে থাকে আইসিসি। ওই কর্তা বলেছেন, ‘‘ভারতীয় বোর্ডের তরফে পুলওয়ামার হতাহতদের জন্য ত্রাণ সংগ্রহের মঞ্চ হিসেবে ওই ম্যাচকে বেছেছিল ভারতীয় বোর্ড। যে কারণে ওরা ক্রিকেটারদের ফৌজি টুপি পরার ব্যাপারে অনুমতি চেয়েছিল। এবং অনুমতি দেওয়া হয়। যে ভাবে অস্ট্রেলিয়াকে ‘গোলাপি টেস্ট’ খেলার অনুমতি দেওয়া হয়ে থাকে। ওই টেস্ট থেকে অর্থ সংগৃহীত হয় জেন ম্যাকগ্রা ক্যানসার ফাউন্ডেশনের জন্য।’’

কিন্তু ধোনি উইকেটকিপিং গ্লাভস থেকে ফৌজি চিহ্ন সরিয়ে নিলেও বিতর্ক থামছে না। শনিবার পাকিস্তানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধরি জানিেয়ছিলেন, ধোনি তো ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিেয়ছেন। সেখানে এই ‘মহাভারতের’ প্রয়োজন নেই। তা নিয়ে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, ‘‘ধোনি দেশপ্রেমী। এই ব্যাপারে পাকিস্তানের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই আমাদের।’’ জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্লাভসে ফৌজি চিহ্ন ব্যবহার করার জন্য ধোনিকে এখনও সরকারি ভাবে সতর্ক করেনি আইসিসি। তবে ধোনি যদি আবার এই চিহ্ন ব্যবহার করেন, তা হলে প্রথমে সতর্ক করে পরে ২৫ শতাংশ, তার পরে ৫০ শতাংশ, ৭৫ শতাংশ— এ ভাবে জরিমানার হার বাড়ানো হবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE