Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অনুষ্কা বাড়িয়েছেন দায়িত্ববোধ, উন্নতি ক্যাপ্টেন কোহালিরও

ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আগে এবং পরে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটা কেমন?

জুটি: স্ত্রী অনুষ্কা পাল্টে দিয়েছেন দৃষ্টিভঙ্গি, বলছেন বিরাট। ফাইল চিত্র

জুটি: স্ত্রী অনুষ্কা পাল্টে দিয়েছেন দৃষ্টিভঙ্গি, বলছেন বিরাট। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৪:১১
Share: Save:

এর আগে তিনি অনেক বারই বলেছিলেন, অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্ক মানুষ হিসেবে তাঁকে বদলে দিয়েছে। বিরাট কোহালি এ বার বলছেন, অনুষ্কাকে বিয়ে করে অধিনায়ক হিসেবেও তিনি অনেক উন্নত হয়েছেন।

দিন দুয়েক আগে লন্ডনে আইসিসি আয়োজিত অধিনায়কদের ‘মিডিয়া ডে’-তে সাংবাদিকদের সামনে কোহালি খোলাখুলি জানান, বিয়ের পরে কী ভাবে বদলে গিয়েছে তাঁর জীবন। ভারত অধিনায়ক বলেন, ‘‘বিয়ের পরে আপনাকে অনেক দায়িত্বশীল হতে হয়। এই দায়িত্ববোধটা বিয়ের আগের জীবনের চেয়ে অনেক আলাদা। এই জীবনে আপনি অনেক কিছু বুঝতে শেখেন। নতুন দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখা শুরু করেন।’’

ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আগে এবং পরে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটা কেমন? যে প্রশ্নের জবাবে কোহালি বলতে থাকেন, ‘‘নিজের ব্যাপারে বলব, আমি আরও দায়িত্বশীল হয়েছি। যা আমাকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সাহায্য করেছে। শুধু নেতৃত্বের উন্নতিই ঘটেনি, মানুষ এবং খেলোয়াড় হিসেবেও আমি অনেক সমৃদ্ধ হয়েছি।’’

মিডিয়া ডে-তে নানা প্রশ্নের মধ্যে কোহালির কাছে জানতে চাওয়া হয়েছিল, অতীতের কোনও ক্রিকেটারকে যদি আপনার এই দলটায় নেওয়ার সুযোগ থাকত, তা হলে কাকে নিতেন? কোহালি বেছে নেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে। ভারত অধিনায়ক বলেন, ‘‘যদি আমার হাতে সে রকম সুযোগ থাকত, তা হলে অতীতের ক্রিকেটারদের মধ্যে আমি এক জনকেই দলে নিতাম। তার নাম শেন ওয়ার্ন।’’ কেন ওয়ার্নকে বেছে নিতেন, তার ব্যাখ্যাও দিয়েছেন কোহালি। বলেছেন, ‘‘ওয়ার্নের বোলিং দেখার আনন্দই আলাদা। বিশেষ করে যদি আমরা একই দলে থাকতাম। ব্যাটসম্যানদের নিয়ে ও কী করছে, সেটা দেখতে দারুণ লাগত।’’

কোহালি যেমন ওয়ার্নে মজে, তেমন ভারত অধিনায়ককে নিয়েও ইংল্যান্ডের অনেকেই মুগ্ধ। যেমন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। কোহালির সঙ্গে নিজের একটি ছবি দিন দুয়েক আগে টুইট করেছিলেন হ্যারি। লিখেছিলেন, অবশেষে দেখা হল। আরও এক ফুটবলার কোহালির উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তিনি চেলসি এবং ব্রাজিলের ফুটবলার দাভিদ লুইস। চেলসি তারকা জানিয়ে দিয়েছেন, কোহালির জন্যই তিনি এ বার ভারতের হয়ে গলা ফাটাবেন। কোহালির উদ্দেশে টুইটারে পোস্ট করা এক বার্তায় লুইস বলেছেন, ‘‘হ্যালো, বিরাট কোহালি। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। ঈশ্বর তোমার এবং তোমার দলের মঙ্গল করুক। খুব শিগগিরই দেখা হবে।’’ এর আগে ইংল্যান্ড সফরে এসে চেলসির তরফে বিশেষ জার্সিও উপহার পেয়েছিলেন কোহালি। এই ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কটা দীর্ঘদিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE