Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আর্জেন্তিনা কাপ দলে নেই ছন্দে থাকা ইকার্ডি

আগুয়েরো ছাড়া ম্যাঞ্চেস্টার সিটিতে তাঁর সতীর্থ নিকোলাস ওটামেন্ডি-সহ পাঁচ জন প্রিমিয়ার লিগের ফুটবলার দলে আছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০৪:৫১
Share: Save:

বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্তিনা। লিয়োনেল মেসি, সের্জিও আগুয়েরো, পাওলো দিবালা এবং গঞ্জালো ইগুয়াইন থাকলেও বাদ পড়লেন মাউরো ইকার্ডি। সেরি আ-র যুগ্ম সর্বোচ্চ গোলদাতা এ মরসুমে ইকার্ডি। তাঁর ২৩ জনের দল থেকে বাদ পড়ায় অনেকেই অবাক।

আগুয়েরো ছাড়া ম্যাঞ্চেস্টার সিটিতে তাঁর সতীর্থ নিকোলাস ওটামেন্ডি-সহ পাঁচ জন প্রিমিয়ার লিগের ফুটবলার দলে আছেন। ওয়েস্ট হ্যামের ম্যানুয়েল লানঝিনি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সের্জিও রোমেরো, মার্কোস রোখো এবং চেলসির উইলি কাবালেরো এই দলে আছেন।

আর্জেন্তিনার কোচ হর্হে সাম্পাওলির প্রাথমিক তালিকায় নাম থাকলেও এভার্টনের ডিফেন্ডার রামিরো ফিউনেস মোরি বাদ পড়েছেন ২৩ জনের দল থেকে। চোটের সমস্যায় ভোগায় গত মরসুমে তিনি মাত্র চার বার প্রথম দলে নামতে পেরেছিলেন। আর্জেন্তিনা বিশ্বকাপে অভিযান শুরু করবে ১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে। এ ছাড়া গ্রুপ ডি-তে ক্রোয়েশিয়া এবং নাইজিরিয়ার বিরুদ্ধেও খেলতে
হবে তাদের।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যেতে যেতে নাটকীয় ভাবে আর্জেন্তিনাকে নির্দিষ্ট লক্ষ্যে হ্যাটট্রিক করে পৌঁছে দিয়েছিলেন মেসি। বিশ্বের নামী ফরোয়ার্ডরা দলে থাকলেও বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ১৮ ম্যাচে মাত্র ১৯টি গোল করেছে সাম্পাওলির দল। তার পরেও ইকার্ডিকে বাদ দেওয়ায় আর্জেন্তিনীয় সমর্থকদের অনেকেই সমালোচনা করেছেন। ৩৪ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি চলতি মরসুমে

বিশ্বকাপে আর্জেন্তিনা দল— গোলকিপার: সের্জিও রোমেরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), উইলি কাবালেরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)। ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো (সেভিয়া), ফেডেরিকো ফাজিও (রোমা), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি), মার্কোস রোখো (ম্যান ইউনাইটেড), নিকোলাস টাগলাফিকো (আয়াক্স), জাভিয়ের মাসচেরানো (হেবেই ফরচুন), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), ক্রিশ্চিয়া আনসাল্ডি (তোরিনো)।মিডফিল্ডার: এভার বানেগা (সেভিয়া), লুকাস বিগলিয়া (এসি মিলান), আঙ্খেল দি মারিয়া, জিওভান্নি লো সেলসো (দু’জনেই প্যারিস সাঁ জারমাঁ), ম্যানুয়েল লানঝিনি (ওয়েস্ট হ্যাম), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্ডিপেন্ডিয়েতে), এডুয়ার্ডো সালভিও (বেনফিকা)। ফরোয়ার্ড: লিয়োনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো ইগুয়াইন, পাওলো দিবালা (দু’জনেই জুভেন্তাস), সের্জিও আগুয়েরো (ম্যান সিটি)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE