Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India A

অক্ষয়-করুণদের দাপটে আফগান এ দলকে হারাল ভারতীয় এ দল

টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্থান এ দল। তবে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ভারতীয় স্পিনারদের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি আফগান ব্যাটসম্যানরা।

অক্ষর পটেল। ছবি: সংগৃহীত

অক্ষর পটেল। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৫:৪৬
Share: Save:

ত্রিদেশীয় সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ইন্ডিয়া এ দল। শুক্রবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নেমে ছিলেন করুণ নায়ার-অক্ষর পটেলরা। দক্ষিণ আফ্রিকা এ দলের কাছে প্রথম ম্যাচে হারার ফলে এ দিনে ম্যাচ জিততেই হত ভারতকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এ দিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল মণীশ পাণ্ড্য অ্যান্ড কোং-এর শরীরী ভাষা।

আরও পড়ুন: পেরেরাকে নকল করলেন জাডেজা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এ দিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্থান এ দল। তবে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ভারতীয় স্পিনারদের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। অক্ষর পটেল-যুজবেন্দ্র চাহালদের সামনে এ দিন কার্যত দিশেহারা দেখায় আফগানিস্তানকে। শুধু অক্ষর বা যুজবেন্দ্রই নয়, তামিল অলরাউন্ডার বিজয় শঙ্করও মাটি ধরিয়ে দেন আফগানিস্তান এ দলকে। মাত্র ৪০.৫ ওভারে ১৪৯ রানে শেষ হয়ে যায় আফগানিস্তান এ দলের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান অক্ষর পটেল এবং বিজয় শঙ্কর, দু’টি উইকেট শিকার যুজুবেন্দ্র চাহালের।

জবাবে ব্যাটে নেমে ৭ উইকেট হাতে থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মণীশ পাণ্ড্যর দল। ভারতের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন করুণ নায়ার(৫৭)। করুণ ছাড়াও এ দিন অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক মণীশ পাণ্ড্য(৪১)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE