Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিরাট ঔদ্ধত্যে ইডেনে পাকিস্তান বধ ভারতের

দুরন্ত জয় ভারতের। দুরন্ত জয় ইডেনের, জয় কলকাতার। ইতিহাস বদলাতে ব্যর্থ পাকিস্তান। বিশ্বকাপে এখনও ভারতের বিরুদ্ধে একটিও জয় আসেনি পাকিস্তানের ঘরে। ইডেনও সেই ইতিহাস ধরে রাখতে সাহায্য করল ধোনি বাহিনীকে। টস জিতে যখন ধোনি ফিল্ডিং নিল তখন অনেকেই হয়তো নাক সিটকেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ২০:০৭
Share: Save:

দুরন্ত জয় ভারতের। দুরন্ত জয় ইডেনের, জয় কলকাতার। ইতিহাস বদলাতে ব্যর্থ পাকিস্তান। বিশ্বকাপে এখনও ভারতের বিরুদ্ধে একটিও জয় আসেনি পাকিস্তানের ঘরে। ইডেনও সেই ইতিহাস ধরে রাখতে সাহায্য করল ধোনি বাহিনীকে। টস জিতে যখন ধোনি ফিল্ডিং নিল তখন অনেকেই হয়তো নাক সিটকেছিলেন। কিন্তু তিনি প্রমাণ করে দিলেন ঠিক ছিলেন তিনি। রোহিত, রায়না, ধবনরা ব্যাট হাতে ক্লিক না করলেও একাই দলকে টেনে নিয়ে গেলেন বিরাট কোহলি। যোগ্য সঙ্গত করে গেলেন যুবরাজ সিংহ। ব্যাট হাতে অবশ্য জয়ের রানটি এল অধিনায়কের ব্যাট থেকেই। ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে্ আবার স্বমহিমায় ফিরল ভারত।

• পাগলের মতো পতাকা ওড়াচ্ছে অমিতাভ বচ্চন।

• জয়ের রান তুলে নিলেন ধোনি।

• ভারতের পতাকা হাতে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর।

• জিততে ভারতের দরকার আর মাত্র ১ রান।

• ধোনির ছক্কা।

• ১৬ বলে ভারতের দরকার ৮ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• বিরাট কোহলির বাউন্ডারি। এবার মহম্মদ ইরফানকে।

• ইডেনের গ্যানারিতে উড়ছে শয়ে শয়ে ভারতীয় পতাকা।

• ৫ রানে ব্যাট করছেন ধোনি। এখ কাজ ক্রিজে টিকে থেকে দলকে জেতানো।

• ১৫ ওভারে ভারত ১০৬/৪।

• বিরাটের হাফ সেঞ্চুরি। ৩৪ বলে করলেন ৫০ রান। এই রানে রয়েছে ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

• হাফ সেঞ্চুরি থেকে ১ রান দুরে বিরাট।

• ১৪ ওভারে ভারত ৯৯/৪।

• ৪৫ রানে ব্যাট করছেন বিরাট।

• আমেরের ওভারের শেষ বলে কোহলির বাউন্ডারি।

• ১৩ ওভারে ভারত ৯১/৪।

• ৩৭ রানে ব্যাট করছেন বিরাট।

• আফ্রিদিকে বিরাটের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন অধিনায়ক ধোনি।

• ১২ ওভারে ভারত ৮৪/৪।

• প্রথমে নো বল মনে হলেও পরে আউট দেওয়া হয় যুবরাজকে।

• ওয়াহাব রিয়াজের বলে সামিকে ক্যাচ তুলে দিলেন।

• ২৪ রান করে যুবারজ আউট।

• ইডেনে সমর্থকদের উচ্ছ্বাস চলছেই।

• ৪০ বলে ৩৮ রান দরকার ভারতের। হাতে রয়েছে ৭ উইকেট।

• এশিয়া কাপে এই জুটি অসময়ে সাফল্য এনে দিয়েছিল। এখানেও ভরসা এই দু’জনই।

• ওয়াহাব রিয়াজের দ্বিতীয় ওভারের প্রথম বলই গ্যালারিতে পাঠালেন যুবরাজ।

• ১১ ওভারে ভারত ৭৪/৩।

• ৫০ রানের পার্টনারশিপ যুবরাজ, বিরাটের।

• এবার বাউন্ডারি।সেই শোয়েবকে সেই বিরাটের।

• শোয়েব মালিকের বল গ্যালারিতে পাঠালেন বিরাট।

• বিরাট কোহলির ছক্কা।

• ১০ ওভারে ভারত ৬০/৩।

• ২০ রানে ব্যাট করছেন কোহলি।

• ওয়াহাবের প্রথম বলেই কোহলির বাউন্ডারি।

• বল করতে এসেছেন ওয়াহাব রিয়াজ।

• ৯ ওভারে ভারত ৫৪/৩।

• ১৫ রানে ব্যাট করছেন বিরাট কোহলি ও ১০ রানে যুবরাজ সিংহ।

• ৬০ বলে ভারতকে করতে হবে ৭৩ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• আফ্রিদির এই ওভার থেকে এল ৬ রান।

• ৮ ওভারে ভারত ৪৬/৩।

• বল করছেন শহিদ আফ্রিদি।

• ৭ ওভারে ভারত ৪০/৩।

• যুবরাজ-বিরাটের ব্যাটে গ্যালারিতে উচ্ছ্বসিত অভিষেক বচ্চন।

• সামিকে এবার বাউন্ডারি যুবরাজের।

• মহম্মদ সামিকে কোহলির বাউন্ডারি।

• ৬ ওভারে ভারত ২৮/৩।

• ব্যাট করছেন যুবরাজ ও বিরাট।

• বল করতে এসেছেন শহিদ আফ্রিদি।

• ৫ ওভারে ভারত ২৩/৩।

• না হ্যাটট্রিক এল না। ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• হ্যাটট্রিকের মুখে মহম্মদ সামি।

• প্রথম বলেই বোল্ড রায়না।

• সামির ইনসাইড এজে উড়ে গেল সুরেশ রায়নার স্টাম্প।

• বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে এলেন সুরেশ রায়না।

• মহম্মদ সামির বলে বোল্ড শিখর ধবন। করলেন মাত্র ৬ রান।

• ভারতের জিততে হলে রানরেট ৭ রাখতে হবে। এই মুহূর্তে ভারতের রানরেট ৫.৫২।

• মহম্মদ সামিকে ধবনের বাউন্ডারি।

• ৪ ওভারে ভারত ১৮/১।

• শেষ ওভারে ইরফান দিলেন মাত্র ২ রান।

৩ ওভারে ভারত ১৬/১।

• ১ রানে ব্যাট করছেন ধবন।

• শিখর ধবনের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

• মহম্মদ আমিরের বলে শোয়েব মালিককে ক্যাচ দিয়ে আউট হলেন রোহিত শর্মা। ১১ বলে করলেন ১০ রান।

• বড় শটের লোভে ক্যাচ তুলে দিলেন রোহিত।

• ২ ওভারে ভারত ১৪/০।

• আবার বাউন্ডারি রোহিতের।

• মহম্মদ ইরফানকে বাউন্ডারি হাঁকালেন রোহিত শর্মা।

• ১ ওভারে ভারত ৪/০।

• বল করছেন মহম্মদ আমের।

• ব্যাট করতে এসেছেন শিখর ধবন ও রোহিত শর্মা।

• ভারতের ব্যাটিং শুরু।

ভারতের সামনে ১১৯ রানের লক্ষ্যমাত্রা রাখল পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ধোনি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে পারে পাকিস্তান। দুই ওপেনার শারজিল খান ও আহমেদ শেহজাদ শুরুটা ভাল করলেও ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি শারজিল। রায়নার বলে অসাধারণ ক্যাচ নিয়ে শারজিলকে প্যাভেলিয়নে পাঠান হার্দিক পাণ্ড্য। এর পর আফ্রিদি এসে আগের ম্যাচের ফর্ম দেখাতে ব্যর্থ হন। ৮ রানেই তাঁকে প্যাভেলিয়নে ফেরান পাণ্ড্য। এর পর উমর আকমলের ২২ রান ও শোয়েব মালিকের ঝোড়ো ২৬ রানের ইনিংস কিছুটা ভরসা দেয় পাকিস্তান ব্যাটিংকে। ভারতের হয়ে একটি করে উইকেট নেন নেহরা, বুমরাহ, জাদেজা, রায়না ও পাণ্ড্য।

• ১৮ ওভার শেষে পাকিস্তান ১১৮/৫।

• শেষ ওভারে বল করতে এসেছেন বুমরাহ।

• ১৭ ওভারে পাকিস্তান ১১১/৫।

• আশিস নেহরাকে বাউন্ডারি সরফরাজ আহমেদের।

• ২৬ রান করে নেহরার বলে অশ্বিনকে ক্যাচ দিলেন মালিক।

• ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিলেন শোয়েব মালিক।

• ১৬ ওভারে পাকিস্তান ১০৩/৪।

• উমর আকমলকে প্যাভেলিয়নে ফেরালেন জাদেজা। ধোনির স্টাম্প। ২২ রান করে আউট হলেন আকমল।

• আউট....

• ১৫ ওভারে পাকিস্তান ৯৫/৩।

• ১১ বলে ১৯ রান করে ব্যাট করছেন শোয়েব। উমর আকমল রয়েছেন ১৩ বলে ২১ রান করে।

• বুমরাহকে শোয়েব মালিকের জোড়া বাউন্ডারি।

• ১৪ ওভারে পাকিস্তান ৮২/৩।

• ওভারের শেষ বলে আবার হার্দিককে ছক্কা শোয়েবের।

• হার্দিক পাণ্ড্যকে শোয়েব মালিকের ছক্কা।

• ১৩ ওভারে পাকিস্তান ৬৭/৩।

• ইডেনে ঘন ঘন শোনা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার।

• ১২ ওভারে পাকিস্তান ৬৫/৩।

• আফ্রিদিকে প্যাভেলিয়নে ফেরালেন পাণ্ড্যর বলে কোহলির ক্যাচ। ৮ রানে আউট হলেন তিনি।

• আফ্রিদি আউট.......

• পাণ্ড্যকে আকমলের বাউন্ডারি।

• ১১ ওভারে পাকিস্তান ৫৩/২।

• গ্যালারিতে ভারতের জার্সি পরে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত।

• ফিল্ডে রয়েছেন উমর আকমল।

১০ ওভারে পাকিস্তান ৫১/২।

• বুমরাহকে বাউন্ডারি হাঁকালেন আফ্রিদি।

• আফ্রিদি রয়েছেন ক্রিজে।

• ২৫ রান করে আউট হলেন শেহজাদ।

• আহমেদ শেহজাদ ফিরলেন প্যাভেলিয়নে। বুমরাহর বলে জাদেজাকে ক্যাচ তুলে দিলেন তিনি।

• আউট......

• ৯ ওভারে পাকিস্তান ৪২/১।

• ইডেনের গ্যালারিতে বলিউড তারকারা। রয়ে্ছেন আফতাব শিবদাসানি, অভিষেক বচ্চনের মতো তারকা।

• ৮ ওভারে পাকিস্তান ৩৯/১।

• আহত হার্দিক। চিকিৎসকের সঙ্গে মাঠের বাইরে গেলেন।

• রায়নার বলে হার্দিককে ক্যাচ তুলে দিলেন শারজিল খান। ১৭ রানে আউট হলেন তিনি।

• অসাধারণ ক্যাচ হার্দিক পাণ্ড্য। ভারতের হয়ে প্রথম উইকেট তুলে নিলেন রায়না।

• বল করতে এলেন রায়না।

• ৭ ওভারে পাকিস্তান ৩৪/০।

• এলবিডব্লুর আবেদন খারিজ করলেন আম্পায়ার।

• জাদেজাকে বাউন্ডারি শেহজাদের।

• ইডেনের ভর্তি গ্যালারিতে ম্যাচ হবে কি হবে নার উত্তেজনা কাটিয়ে এখন ভারতের জয়ের অপেক্ষা।

• আউটের আবেদন। শুনলেন না আম্পায়ার।

• বল করতে এলেন রবীন্দ্র জাদেজা।

• ৬ ওভারে পাকিস্তান ২৮/০।

• ১০ রানে শেহজাদ ও ১৩ রানে শারজিল ব্যাট করছে।

• ৫ ওভারে পাকিস্তান ২৪/০।

• বুমরাহকে বাউন্ডারি শারজিলের।

• বল করতে এলেন বুমরাহ।

• ৪ ওভারে পাকিস্তানের ১৯/০।

• অশ্বিনকে বাউন্ডারি আহমেদ শেহজাদের।

• বল করতে এসেছেন অশ্বিন।

• নেহরাকে ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন শারজিল খান।

• ৩ ওভারে পাকিস্তান ১২/০

• ভেজা মাঠে বল গড়াচ্ছে ধিরে।

• ২ ওভারে পাকিস্তান ৫/০।

• ১ ওভারে পাকিস্তান ৩/০।

• ব্যাট করতে এসেছেন আহমেদ শেহজাদ ও শারজিল খান।

• বল করছেন আশিস নেহরা।

• খেলা শুরু।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি ইডেন। বৃষ্টি থেমে গিয়েছে। মাঠও শুকিয়ে ফেলা হয়েছে। এমন অবস্থায় পুরো ওভারই ম্যাচ হবে ভাবা হলেও তেমনটা হচ্ছে না। দু’ভার করে কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ওয়ার্ম আপের জন্য মাঠে নেমে গিয়েছেন ক্রিকেটাররা। এমন আবহাওয়ার মধ্যেও এত দ্রুত মাঠ তৈরি করে ফেলায় সিএবি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন।তার মধ্যেই সংবর্ধনা দেওয়া হল দুই দেশের প্রাক্তনদের। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ইমরান খান, সচিন তেন্ডুলকর, সহবাগের মতো তারকারা।

• অমিতাভের সঙ্গে গলা মেলাল পুরো গ্যালারি।

• ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন অমিতাভ বচ্চন।

• পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইলেন সওকত আমানত আলি খান।

• ইডেনের ভর্তি গ্যালারি।

• ৮.২৫ মিনিট, মাঠে দুই দল। রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়।

• ৮.১৩ মিনিট, টসে জিতে ফিল্ডিং নিলেন ধোনি।

• ৮.১০ মিনিট, টস করতে মাঠে দুই অধিনায়ক।

• ম্যাচ শুরু ৮.৩০টায়।

• ৮.১০ এ টস হবে।

• ১৮ ওভারের খেলা হবে। দু’ওভার করে কমিয়ে দেওয়া সময়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Eden wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE