Advertisement
১৬ এপ্রিল ২০২৪

হংকং ম্যাচে বড়সড় অঘটন আটকাল ভারত

ইংল্যান্ডে শোচনীয় ব্যর্থ হওয়ার পরে এশিয়ার পিচ আর হংকং বোলিংকে সামনে পেয়ে শিখর ধওয়ন আবার স্বমূর্তিতে।

উচ্ছ্বাস: হংকংয়ের এহসান খানের উইকেট নেওয়ার পরে খলিল আহমেদকে অভিনন্দন জানাচ্ছেন যুজবেন্দ্র চহাল। মঙ্গলবার দুবাইয়ে। ছবি: এপি।

উচ্ছ্বাস: হংকংয়ের এহসান খানের উইকেট নেওয়ার পরে খলিল আহমেদকে অভিনন্দন জানাচ্ছেন যুজবেন্দ্র চহাল। মঙ্গলবার দুবাইয়ে। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
দুবাই শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫০
Share: Save:

ভারত-পাকিস্তানের এর চেয়ে বড় মেলবন্ধনের ছবি আর কী হতে পারে? এক জন পাকিস্তানি বংশোদ্ভূত, অন্য জন ভারতীয়। নিজাকত খান (১১৫ বলে ৯২, ১২টি চার, একটি ছয়) ও অংশুমান রথ (৯৭ বল, চারটে চার, একটি ছয়)। এই দুইয়ের ব্যাটিংয়ের সামনে প্রায় আড়ালে চলে গিয়েছিল শিখর ধওয়নের (১২০ বলে ১২৭) সেঞ্চুরি।
এক জনের জন্ম পাক-পঞ্জাবের শিনকায়। সেখান থেকে চলে আসেন হংকং। অন্য জনের পরিবার ভুবনেশ্বর থেকে চলে এসেছিল ওই একই দেশে। এবং, এই দুই প্রতিবেশী দেশের দুই প্রতিনিধি অসম্ভব একটা স্বপ্ন প্রায় সত্যি করে দিয়েছিলেন। দু’জনে মিলে যোগ করেন ১৭৪ রান! যা একটা সময় দুবাই স্টেডিয়ামে ঘুম ছুটিয়ে দিয়েছিল রোহিত শর্মার দলের। যে জুটি শেষ পর্যন্ত ভাঙলেন কুলদীপ যাদব।
পরপর দু’দিনে দুটো ম্যাচ। তার মধ্যে একটা পাকিস্তান। তাই ইংল্যান্ডে লম্বা সিরিজ খেলে আসা যশপ্রীত বুমরা, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হয়েছিল মঙ্গলবারের ম্যাচে। আগের দিন নেটে দলের নতুন মুখ খলিল আহমেদের বোলিং মুগ্ধ করেছিল ভারত অধিনায়ক রোহিতকে। সেই খলিলের এ দিন অভিষেক হল দুবাইয়ের মাঠে। প্রথম স্পেলে নজর কাড়তে না পারলেও দ্বিতীয় স্পেলে ফিরে এসে নিজাকত-সহ তিনটি উইকেট তুলে নেন তিনি।

নায়ক: এশিয়া কাপে প্রথম ম্যাচেই সেঞ্চুরি শিখরের। ছবি: এএফপি।

দুবাইয়ের পিচে স্পিনাররা কার্যকর হবেন, এ কথা অনেকেই বলছেন। ভারত এ দিন কুলদীপ যাদব-যুজবেন্দ্র চহালের সঙ্গে কেদার যাদবকেও কাজে লাগাল। প্রথম দিকে ‘কুলচা’ জুটি দাগ কাটতে না পারলেও পরের দিকে চহাল তিনটে এবং কুলদীপ দুটো উইকেট তুললেন। ইংল্যান্ডে শোচনীয় ব্যর্থ হওয়ার পরে এশিয়ার পিচ আর হংকং বোলিংকে সামনে পেয়ে শিখর আবার স্বমূর্তিতে। বাকিদের মধ্যে অম্বাতি রায়ডু ৬০ রান করলেন। এই ৬০ রানটা এল ৭০ বলে। তখন হংকং বোলিংয়ের বিরুদ্ধে ধওয়ন-রায়ডুর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, সত্যিই স্ট্রোক খেলা
বুঝি কঠিন।
যে ভুলটা ভেঙে দিলেন ওয়াঘার এ-পার ও-পারের সঙ্গে সম্পর্ক রাখা দুই ব্যাটসম্যান। কিন্তু স্বপ্নটা সত্যি করতে পারলেন না।

স্কোরকার্ড

ভারত ২৮৫-৭ (৫০)
হংকং ১৬৭-০ (৩৩)


ভারত রান বল
রোহিত ক নিজ়াকত বো এহসান ২৩ • ২২
ধওয়ন ক তনবির বো কিঞ্চিৎ ১২৭ • ১২০
রায়ডু ক স্কট বো এহসান ৬০ • ৭০
কার্তিক ক বাবর বো হায়াত ৩৩ • ৩৮
ধোনি ক স্কট বো এহসান ০ • ৩
কেদার যাদব ন. আ. ২৮ • ২৭
ভুবনেশ্বর ক রথ বো কিঞ্চিৎ ৯ • ১৮
শার্দূল ক কার্টার বো অ‌য়জাজ ০ • ৩
কুলদীপ যাদব ন. আ. ০ • ০
অতিরিক্ত ৫
মোট ২৮৫-৭ (৫০)
পতন: ১-৪৫ (রোহিত, ৭.৪), ২-১৬১ (রায়ডু, ২৯.২), ৩-২৪০ (ধওয়ন, ৪০.৪), ৪-২৪২ (ধোনি, ৪১.১), ৫-২৪৮ (কার্তিক, ৪২.৩), ৬-২৭৭ (ভুবনেশ্বর, ৪৮.৪), ৭-২৮২ (শার্দূল, ৪৯.৪)।
বোলিং: তনবির আফজ়ল ৪-০-৩৪-০, এহসান নওয়াজ় ৮-০-৫০-১, অয়জাজ খান ৮-০-৪১-১, এহসান খান ১০-০-৬৫-২, নাদিম আহমেদ ১০-০-৩৯-০, নিজ়াকাত খান ১-০-১৫-০, কিঞ্চিৎ শাহ ৯-০-৩৯-৩।

হংকং রান বল
নিজ়াকত এলবিডব্লিউ খলিল ৯২ • ১১৫
রথ ক রোহিত বো কুলদীপ ৭৩ • ৯৭
হায়াত ক ধোনি বো চহাল ১৮ • ২০
কার্টার ক ধোনি বো খলিল ৩ • ১১
কিঞ্চিৎ ক ধওয়ন বো চহাল ১৭ • ১৫
এহসান খান ক ও বো খলিল ২২ • ২৫
অয়জাজ খান এলবিডব্লিউ চহাল ০ • ১
ম্যাকেচনি স্টা ধোনি বো কুলদীপ ৭ • ৬
তনবীর আফজল ব্যাটিং ১২ • ১০
এহসান নওয়াজ ব্যাটিং ২ • ৩
অতিরিক্ত ১৩
মোট ২৫৯-৮ (৫০)
পতন: ১-১৭৪ (রথ, ৩৪.১), ২-১৭৫ (নিজ়াকত, ৩৫.৪), ৩-১৯১ (কার্টার, ৩৯.১), ৪-১৯৯ (বাবর, ৪০.২), ৫-২২৭ (কিঞ্চিৎ, ৪৪.২), ৬-২২৮ (অয়জাজ, ৪৪.৪), ৭-২৪০ (ম্যাকেচনি, ৪৬.৩), ৮-২৫৬ (এহসান খান, ৪৯.১)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ৯-০-৫০-০, খলিল আহমেদ ১০-০-৪৮-৩, শার্দূল ঠাকুর ৪-০-৪১-০, যুজবেন্দ্র চহাল ১০-০-৪৬-৩, কুলদীপ যাদব ১০-২-৪২-২, কেদার যাদব ৭-০-২৮-০।

২৬ রানে জয়ী ভারত
ম্যাচের সেরা শিখর ধওয়ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE