Advertisement
১৬ এপ্রিল ২০২৪
WT20

আজ পাকিস্তানের বিরুদ্ধে কি ওপেন করতে পারেন মিতালি রাজ?

হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ঝঁপাতে চাইছে। স্লগে ঝড় তোলার নীতি নয়, আগাগোড়াই থাকতে চাইছে মারমার-কাটকাট মেজাজে। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বোঝা গিয়েছে।

আজ কত নম্বরে ব্যাট করতে নামবেন মিতালি? ছবি টুইটারের সৌজন্যে।

আজ কত নম্বরে ব্যাট করতে নামবেন মিতালি? ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১২:৫৮
Share: Save:

কুড়ি ওভারের ফরম্যাটে সাধারণত ওপেন করেন মিতালি রাজ। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে তাঁকে দেখা যায়নি ওপেনিংয়ে। এমনকী, পাঁচ উইকেট পড়লেও মিতালিকে দেখা যায়নি ব্যাট হাতে ক্রিজে যেতে। আজ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও কি তিনি ওপেন করবেন না, আগ্রহ রয়েছে ক্রিকেটমহলে।

আসলে প্রধান কোচ হওয়ার পর রমেশ পওয়ার পাল্টেছেন স্ট্র্যাটেজি। মিতালিকে তিনি শুরুতে নামাতে চাইছেন না পরিকল্পনার অঙ্গ হিসেবেই। আর সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধেও ওপেনিংয়ে নয়, মিডল অর্ডারেই সম্ভবত দেখা যাবে তাঁকে।

আসলে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ঝঁপাতে চাইছে। স্লগে ঝড় তোলার নীতি নয়, আগাগোড়াই থাকতে চাইছে মারমার-কাটকাট মেজাজে। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বোঝা গিয়েছে। চার ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যান। ছয় ওভারের মধ্যে পড়ে যায় তিন উইকেট। কিন্তু, আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি ভারত। হরমনপ্রীতের ঝোড়ো সেঞ্চুরি ছাড়াও আগ্রাসন প্রতিফলিত জেমিমা রডরিগেজ, ডাইলান হেমলতার ইনিংসেও। যার ফলে পাঁচ উইকেট পড়লেও উঠেছিল ১৯৫ রান।

আরও পড়ুন: অধিনায়ক রোহিত কি আজ টপকে যাবেন ধোনি-বিরাটকে?

আরও পড়ুন: দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ, দেখুন কেমন হতে পারে আজ ভারতের সম্ভাব্য একাদশ

ভারতীয় দল জানে, মিতালির স্ট্রাইক রেট এই দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কমের দিকেই রয়েছে। ক্রিজে এসে সময় নেন তিনি। তারপর শট খেলতে শুরু করেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সময় ধীরে-সুস্থে শুরু করতে চায়নি ভারত। সেজন্যই ছয় নম্বরে রাখা হয়েছিল মিতালিকে। যাতে ইনিংসে কোনও কারণে ধ্বস নামলে বিশাল অভিজ্ঞতা নিয়ে দলকে টেনে তুলতে পারেন তিনি। আর এই স্ট্র্যাটেজির জন্যই পাকিস্তানের বিরুদ্ধেও মিতালিকে সম্ভবত পরেই নামানো হবে।এই ফরম্যাটে ৮৩ ম্যাচে ২১৭৬ রান রয়েছে তাঁর।সর্বাধিক ৯৭ নট আউট। গড় ৩৬.৮৮। রয়েছে ১৫ অর্ধশতরান।মিতালিকে তাই বিপদে পড়লে পরিত্রাতার ভূমিকায় দেখতে চাওয়া হচ্ছে। তার উপর ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা, আবেগ আর টেনশনের চোরাস্রোত। ঠাণ্ডা মাথার মিতালি সেজন্যই মিডল অর্ডারে আনছেন ভারসাম্য।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE