Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

ইডেনে প্রথম টি-টোয়েন্টি পাঁচ উইকেটে জিতল ভারত

ম্যাচের শুরু থেকেই হোপ-হেটমেয়ারদের চাপে রেখেছিল ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব-বুমরাদের সামনে সে ভাবে রুখে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা।

দীনেশ কার্তিক ইডেনে প্রথম টি-টোয়েন্টিতে।—ছবি এপি।

দীনেশ কার্তিক ইডেনে প্রথম টি-টোয়েন্টিতে।—ছবি এপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ২২:৪২
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতল ভারত। ইডেনে রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দেশ। টসে জিতে এ দিন প্রথমে ফিল্ডিং নেন রোহিত শর্মা। ম্যাচের শুরু থেকেই হোপ-হেটমেয়ারদের চাপে রেখেছিল ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব-বুমরাদের সামনে সে ভাবে রুখে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা।

ভারত সফরে বেশ দাপটের সঙ্গে খেলেছে হেটমেয়ার। কিন্তু এ দিন ইডেন হেটমেয়ারের সেই ব্যাটিং ঝড় থেকে বঞ্চিতই রইল। প্রথম দিকে হোপ ভাল শুরু করলেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। হেটমেয়ার আশা জাগিয়েও শেষমেশ দলের স্কোর বিশেষ সুবিধাজনক জায়গায় দাঁড় করাতে পারেননি। মাত্র ১০ রানে বুমরার বলে আউট হন। এর পর ক্যারিরিয়ানরা আর সে ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বুমরা-যাদবদের সাঁড়াশি আক্রমণের কাছে অসহায় হয় পড়েন। শেষমেশ ভারতের সামনে ১১০ রানের টার্গেট রাখে তারা। তিন উইকেট নেন কুলদীপ যাদব। ক্রুনাল পাণ্ড্য, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ, উমেশ যাদবরা একটা করে উইকেট নেন।

ব্যাটিংয়ে ভারতের শুরুটাও বিশেষ ভাল হয়নি। ১১০ রান তাড়া করতে গিয়ে ৪৫ রানের মধ্যেই চার উইকেট খুইয়ে ফেলেন রোহিতরা। টমাসের বলে ৬ রানে আউট হন রোহিত শর্মা। দলের যখন ১৬ রান, সেই সময় আউট ধওয়ন। এ বারও তাঁর উইকেটটি নেন টমাস। এর পর একে একে কে এল রাহুল, ঋষভ পন্থ, মনীশ পাণ্ডেরা বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি। পাঁচ উইকেট খুইয়ে দলের রান যখন ৮৩, সে সময় হাল ধরেন দীনেশ কার্তিক এবং ক্রুনাল পাণ্ড্য। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দাপট ছিল ক্রুনালের। এ দিন ৯ বলে ২১ রান করেন। কার্তিক করেন ৩৪ বলে ৩১ রান।

আরও পড়ুন: ‘ব্র্যাডম্যানের গড় ছাড়া সব রেকর্ড ভেঙে দেবে কোহালি’

আরও পড়ুন: মালিঙ্গার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হচ্ছেন জাহির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket T20 India West Indies Eden Gardens
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE