Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিশ্বমানের ড্র্যাগ-ফ্লিকার চাই, দাবি তিরকের

নিজের দেশে বিশ্বকাপ হকিতে মনপ্রীতদের ব্যর্থতা প্রসঙ্গে তিরকে বলেছেন, ‘‘যত দ্রুত সম্ভব বিশ্বমানের ড্র্যাগ-ফ্লিকার তৈরি করতে হবে। রূপিন্দর পাল সিংহের মতো অভিজ্ঞ তারকা ছিল না এই দলে।

আগমন: বেটন কাপে খেলতে কলকাতায় তিন বিশ্বকাপার কোঠাজিৎ সিংহ, সিমরনজিৎ সিংহ ও কৃষাণ পাঠক (বাঁ দিক থেকে)। নিজস্ব চিত্র

আগমন: বেটন কাপে খেলতে কলকাতায় তিন বিশ্বকাপার কোঠাজিৎ সিংহ, সিমরনজিৎ সিংহ ও কৃষাণ পাঠক (বাঁ দিক থেকে)। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৪:৪০
Share: Save:

বিশ্বমানের ড্র্যাগ-ফ্লিকার না থাকার কারণেই সদ্যসমাপ্ত বিশ্বকাপ হকিতে ব্যর্থ হয়েছে ভারত।

বক্তার নাম? প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ তিরকে। রবিবার থেকে সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রে শুরু হল বেটন কাপ হকি। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। নিজের দেশে বিশ্বকাপ হকিতে মনপ্রীতদের ব্যর্থতা প্রসঙ্গে তিরকে বলেছেন, ‘‘যত দ্রুত সম্ভব বিশ্বমানের ড্র্যাগ-ফ্লিকার তৈরি করতে হবে। রূপিন্দর পাল সিংহের মতো অভিজ্ঞ তারকা ছিল না এই দলে। হরমনপ্রীত সিংহ, অমিত রোহিদাস বা বরুণ কুমারের মতো নবাগত ড্র্যাগ-ফ্লিকারদের পক্ষে সেই অভাব পূরণ করা সম্ভব হয়নি।’’

সেখানেই না থেমে তিরকে আরও বলেছেন, ‘‘এই তিন তরুণ তারকাকে তৈরি করতে হবে যাতে ওরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ড্র্যাগ-ফ্লিকার হতে পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি কর্নারকে গোলে পরিণত করার মাত্রা কমপক্ষে ৬০-৭০ ভাগ বাড়াতেই হবে। না হলে বড় মঞ্চে সাফল্য পাওয়া খুবই কঠিন।’’ এবার হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ভারত। তিরকে বলছেন, ‘‘ওই ম্যাচে তরুণ খেলোয়াড়রা আদৌ প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেটা বাদ দিলে এবার ভারতীয় দলের সার্বিক পারফরম্যান্স খুব খারাপ কিন্তু ছিল না। প্রত্যেক ম্যাচেই বেশ কিছু ভাল ট্যাকলিং দেখেছি। দুর্ভাগ্য এটাই যে, আমরা দেশের মাটিতে বিশ্বকাপটা এবার হাতছাড়াই করেছি।’’

তবে ভারতীয় হকির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিরকে। তাঁর দাবি, অনেক নতুন প্রতিভা উঠে আসছেন যারা শারীরিক ভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত এবং ফিটনেসও বেশ ভাল। ভারতীয় দলের কোচ হরেন্দ্র সিংহের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিরকে বলেছেন, ‘‘ও দারুণ কাজ করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুট আউটে আমাদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপ হকিতেও দলের পারফরম্যান্স ইতিবাচক ছিল। এর কৃতিত্ব অবশ্যই দিতে হবে হরেন্দ্রকে।’’ যোগ করেছেন, ‘‘ভারতীয় দলের জন্য অনেক বিদেশি কোচ এসেছেন। তবে আমি মনে করি, হরেন্দ্রই এই ভারতীয় দলের জন্য সেরা কোচ। ও দলের মানসিকতায় অনেক পরিবর্তন এনে দিয়েছে। হরেন্দ্রর পাশে থেকে ভারতীয় হকিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey India Drag-Flicker Dilip Tirkey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE