Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টানা তিন বছর টেস্টে বিরাটরাই বিশ্বের এক নম্বর

গত মরসুমেই অস্ট্রেলিয়া থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। যা টেস্টে নিজেদের এক নম্বর জায়গা ধরে রাখতে সাহায্য করেছে বিরাটদের।

সেরা: টেস্টে এক নম্বরের স্মারক  হাতে কোহালি। ফাইল চিত্র

সেরা: টেস্টে এক নম্বরের স্মারক হাতে কোহালি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০৪:২৩
Share: Save:

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক ভারতের। এই নিয়ে টানা তিন বছর টেস্টে এক নম্বর দেশ বিরাট কোহালির দল।

উল্লেখ্য, গত মরসুমেই অস্ট্রেলিয়া থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। যা টেস্টে নিজেদের এক নম্বর জায়গা ধরে রাখতে সাহায্য করেছে বিরাটদের। ফের টেস্টে এক নম্বর দল হওয়ায় দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছ’কোটি একানব্বই লক্ষ টাকার কিছু বেশি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পয়লা এপ্রিল পর্যন্ত পয়েন্টের ভিত্তিতে এক নম্বরে থেকে গিয়েছে ভারতই। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজ়িল্যান্ড। সোমবার আইসিসি-র তরফে এই তথ্য জানানো হয়।

টানা তিন বার টেস্টে বিশ্বের এক নম্বর দল ঘোষিত হওয়ার পরে খুশি ভারত অধিনায়ক বিরাট কোহালিও। তিনি বলছেন, ‘‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখতে পেরে আমরা গর্বিত। সব ফর্ম্যাটেই আমাদের দল ভাল খেলছে। কিন্তু টেস্টে এক নম্বর হওয়ার আনন্দই আলাদা।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমরা সকলেই জানি, টেস্ট ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে। আর সেখানে এক নম্বর হওয়ার কাজটা কতটা কঠিন সে ব্যাপারেও অবহিত সকলে।’’

ভারতই যে ফের টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হতে চলেছে তা গত অস্ট্রেলিয়া সফরে বিরাটদের সিরিজ জেতার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু গত বছরে টেস্টে নিউজিল্যান্ডের ধারাবাহিক সাফল্য তাদের তৃতীয় স্থান থেকে তুলে এনেছে দ্বিতীয় স্থানে। নিউজ়িল্যান্ডের পক্ষে আনন্দের খবর, তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন পাচ্ছেন আইসিসি-র স্পিরিট অব ক্রিকেট খেতাব। অন্য দিকে, তিন নম্বরে নেমে গিয়েছে গত দু’বছর টেস্টে দু’নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা।

তাঁর দলের এই হ্যাটট্রিক প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট বলছেন, ‘‘আমাদের দলের গভীরতা বেশ ভাল। আশা করছি, চলতি বছরের শেষে শুরু হতে চলা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দল একটা প্রেরণা পাবে।’’ অন্য দিকে, নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলছেন, ‘‘দুর্দান্ত ব্যাপার টেস্টে দু’নম্বর দেশ হিসেবে উঠে আসাটা। অধিনায়ক হিসেবে গর্ব হচ্ছে। এই সাফল্য কঠোর পরিশ্রমের ফল। এর জন্য কেবল ১১ জন ক্রিকেটারই কৃতিত্ব দাবি করতে পারে না। কারণ কোচ ও তাঁর সহকারীদের ছাড়া এই জায়গায় আসা সম্ভব ছিল না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘দু’নম্বরে উঠে আসায় আরও বেশি তৃপ্তি লাগছে এই কারণেই যে বহু বছর পরে টেস্টেও ধারাবাহিক ভাবে ভাল খেলছে নিউজ়িল্যান্ড।’’

আইসিসির চিফ এগজিকিউটিভ মনু সাহানি টেস্টে টানা তিন বছর এক নম্বর হওয়ার জন্য ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। তিনি বলেন, ‘‘টেস্টে টানা তিন বার এক নম্বর হওয়ার জন্য অভিনন্দন ভারতকে। গত কয়েক বছর ধরে বিরাট কোহালির দল ক্রিকেটের সব ফর্ম্যাটেই জেতার জন্য যে আবেগ দেখিয়েছে তা প্রশংসার যোগ্য। গত কয়েক বছর টেস্টে ইতিবাচক ফল ও প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছে। যা ভাল ব্যাপার টেস্ট ক্রিকেটের পক্ষে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket ICC Test Ranking India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE