Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে শুরুতেই পরীক্ষা কোহালিদের

যদিও আইসিসি এখনও সরকারি ভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি। তবে যত দূর জানা গিয়েছে, বিরাট কোহালিদের সম্ভাব্য বিশ্বকাপ সূচি এ রকম:

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ১৪:৫২
Share: Save:

২০১৯ বিশ্বকাপে বিরাট কোহালিদের অভিযান শুরুই হচ্ছে সব কঠিন ম্যাচ দিয়ে। গত কালই জানা গিয়েছিল, বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ জুন। সকলের যে মহারণ নিয়ে আগ্রহ রয়েছে, সেই ভারত-পাক দ্বৈরথ হবে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে। এ দিন সংবাদমাধ্যমের হাতে পুরো সূচির তালিকাও চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে, শুরুতেই কোহালিদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো কঠিন সব প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০১৯ বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপের সূচ মতো এ বারে সব দল খেলবে সব দলের সঙ্গে। মোট দশটি দলের বিশ্বকাপ হবে। গ্রুপ লিগের পরে সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

যদিও আইসিসি এখনও সরকারি ভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি। তবে যত দূর জানা গিয়েছে, বিরাট কোহালিদের সম্ভাব্য বিশ্বকাপ সূচি এ রকম:

৫ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা (সাউদাম্পটন), ৯ জুন: বনাম অস্ট্রেলিয়া (ওভাল), ১৩ জুন: বনাম নিউজিল্যান্ড (নটিংহ্যাম), ১৬ জুন: বনাম পাকিস্তান (ম্যাঞ্চেস্টার), ২২ জুন: বনাম আফগানিস্তান (সাউদাম্পটন), ২৭ জুন: বনাম ওয়েস্ট ইন্ডিজ (ম্যাঞ্চেস্টার), ৩০ জুন: বনাম ইংল্যান্ড (বার্মিংহাম), ২ জুলাই: বনাম বাংলাদেশ (বার্মিংহাম), ৬ জুলাই: বনাম শ্রীলঙ্কা (লিডস)। সরকারি ঘোষণা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC World Cup Cricket World Cup 2019 Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE