Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ভারত-পাক সিরিজ এখনও বহু দূরের স্বপ্ন: রাজীব শুক্ল

ভারত-পাক ক্রিকেট সিরিজ কি আদৌ সম্ভব? প্রশ্নটা বেশ কিছু দিন ধরেই দু’দেশের ক্রিকেট অনুরাগীদের নাড়া দিচ্ছে। সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহে দু’দেশের সম্পর্ক সম্প্রতি তলানিতে এসে ঠেকেছে। ফলে ক্রিকেট মাঠে মৈত্রী-সিরিজের সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে বলে মত অনেকের। এ বার সে কথাই শোনা গেল খোদ ভারতীয় বোর্ডের শীর্ষকর্তা তথা আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লের মুখে। তাঁর মতে, ভারত-পাক সিরিজ এখন বহু দূরের স্বপ্ন। শনিবার তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা খুবই কম।”

এএফপি-র তোলা ফাইল চিত্র।

এএফপি-র তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৯
Share: Save:

ভারত-পাক ক্রিকেট সিরিজ কি আদৌ সম্ভব? প্রশ্নটা বেশ কিছু দিন ধরেই দু’দেশের ক্রিকেট অনুরাগীদের নাড়া দিচ্ছে। সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহে দু’দেশের সম্পর্ক সম্প্রতি তলানিতে এসে ঠেকেছে। ফলে ক্রিকেট মাঠে মৈত্রী-সিরিজের সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে বলে মত অনেকের। এ বার সে কথাই শোনা গেল খোদ ভারতীয় বোর্ডের শীর্ষকর্তা তথা আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লের মুখে। তাঁর মতে, ভারত-পাক সিরিজ এখন বহু দূরের স্বপ্ন। শনিবার তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা খুবই কম।”

দু’দেশের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে এর আগেও মুখ খুলেছেন বোর্ডের শীর্ষকর্তা-সহ প্রাক্তন খেলোয়াড়েরা। গত জুলাই মাসে পঞ্জাবের গুরুদাসপুরে হামলায় পাক জঙ্গিদের হামলার অভিযোগ উঠেছিল। সে সময় বোর্ড সচিব অনুরাগ ঠাকুর দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে জানিয়েছিলেন, ক্রিকেট ও হিংসা একসঙ্গে চলতে পারে না। প্রায় একই সুর শোনা গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গ্যোপাধ্যেয়ের গলায়ও। অনুরাগের মতকে সমর্থন করে সৌরভও জানিয়েছিলেন, জঙ্গি হানার আবহে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ হতে পারে না তা সে যতই আকর্ষণীয় হোক না কেন।

জুলাইয়ের পর থেকে দু’দেশের সম্পর্ক আরও বিগড়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক হানা হয়েছে বার বার। এরই মাঝে ভেস্তে গিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকও।

দেশের সুরক্ষা প্রশ্নে কোনও সমঝোতা যে করা হবে না, তা নিয়ে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। ক্রিকেট মাঠেও কড়া পদক্ষেপ নিল বিসিসিআই। রাজীব শুক্লের বলেন, “সিরিজ হওয়ার আগে বেশ কতকগুলি বিষয় ঠিকঠাক থাকা জরুরি। তার মধ্যে সুরক্ষার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। ফলে, ভারত-পাক সিরিজ এখনও বহু দূরের স্বপ্ন।”

প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে গত বছরে একটি মউ সই হয়েছিল। তাতে বলা হয়েছিল, ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত দু’দেশের মধ্যে মোট ছ’টি সিরিজ খেলা হবে। যার মধ্যে রয়েছে মোট ১২টি টেস্ট, ৩০টি ওয়ান ডে এবং ১১ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালের পর থেকেই ভারত-পাক সিরিজ বন্ধ। কেবলমাত্র আইসিসি বিশ্বকাপে বা এশীয় স্তরের টুর্নামেন্টেই দু’দেশ মুখোমুখি হয়েছে। কিন্তু, রাজনৈতিক আঙিনায় সম্পর্কের উন্নতি না হলে ক্রিকেট মাঠেও যে তার প্রভাব পড়বে তা স্পষ্ট করেছে ভারত।

সিরিজ বাতিল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। গত শুক্রবার তিনি জানিয়েছেন, প্রস্তাবিত সিরিজ বাতিল হলে আন্তর্জাতিক স্তরেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE