Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতই শীর্ষে

কোহালি হল বিশ্বের দশম টেস্ট অধিনায়ক যাঁর হাতে টেস্ট শ্রেষ্ঠত্বের এই শিরোপা তুলে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টের পরে কোহালির হাতে সেই শিরোপা তুলে দিয়েছিলেন সুনীল গাওস্কর।

দক্ষিণ আফ্রিকাকে জোহানেসবার্গে হারিয়ে ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি টুইট করে রবি শাস্ত্রী থেকে বিরাট কোহালি লিখেছেন, ‘আমরা গর্বিত’।

দক্ষিণ আফ্রিকাকে জোহানেসবার্গে হারিয়ে ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি টুইট করে রবি শাস্ত্রী থেকে বিরাট কোহালি লিখেছেন, ‘আমরা গর্বিত’।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৪:০০
Share: Save:

জোহানেসবার্গ টেস্ট জেতার পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেই থেকে গেল বিরাট কোহালির ভারত। সেই সঙ্গে পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ মার্কিন ডলার।

শনিবার ভারতের জয়ের পরে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়। ৩ এপ্রিলের সময়সীমার আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে আর ভারতকে টপকে যাওয়া সম্ভব হচ্ছে না। সেটা যদি ফ্যাফ ডুপ্লেসির দল পরের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-০ হারায়, তা হলেও নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্ট ছিল ১২৪। সেখানে দক্ষিণ আফ্রিকা ছিল ১১১ পয়েন্টে। এখন সিরিজ শেষে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ১২১, দক্ষিণ আফ্রিকার ১১৫। এর ফলে পর পর দু’বছর শীর্ষে থেকেই শেষ করল ভারত।

কোহালি হল বিশ্বের দশম টেস্ট অধিনায়ক যাঁর হাতে টেস্ট শ্রেষ্ঠত্বের এই শিরোপা তুলে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টের পরে কোহালির হাতে সেই শিরোপা তুলে দিয়েছিলেন সুনীল গাওস্কর।

ডুপ্লেসিরা যদি ভারতকে ৩-০ ফলে হারাতে পারতেন, তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ফলে জিতলেই এক নম্বর হয়ে যেত দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত একটা টেস্ট জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে, দু’নম্বর স্থান ধরে রাখতে গেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE