Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India vs New Zealand

নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় ভারতের

ওয়ান ডে সিরিজের ডু অর ডাই ম্যাচের আগে প্রস্তুত ভারতীয় দল। ট্রেন্ট বোল্টকে সামলাতে নেটেই অধিকাংশ সময় কাটাতে দেখা গিয়েছে শিখর-রোহিতদের।

ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১৩:৩৮
Share: Save:

শেষ হয়ে গেল কিউয়িদের লড়াই। ৩৩১ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস। ৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বিরাট কোহালির টিম ইন্ডিয়া। কাজে এল না লাথাম-মুনরোর লড়াকু ইনিংস। ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স জসপ্রীত বুমরার। তিনটি উইকেট নেন এই তরুণ বোলার। দু'টি উইকেট চাহালের, একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এ দিন ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা।

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১৫ রান।

৪৯ ওভারে নিউজিল্যান্ড ৩২৩/৬।

৪৮ ওভারে নিউজিল্যান্ড ৩১৩/৬।

জমে উঠেছে সিরিজের শেষ ওডিআই।

রান আউট হলেন টম লাথাম।

৪৭ ওভারে নিউজিল্যান্ড ৩০৬/৫

৩৭ রান করে আউট হলেন নিকোলস।

ফের এক বার উইকেট হারাল নিউজিল্যান্ড।

৪৬ ওভারে নিউজিল্যান্ড ৩০৩/৪।

৩০০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড।

৪৪ ওভারে নিউজিল্যান্ড ২৮৩/৪।

অর্ধশতরান করলেন লাথাম।

নিউজিল্যান্ডের হয়ে লড়াই চালাচ্ছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টম লাথাম।

নিউজিল্যান্ড ২৪৭/৪।

৩৯ রান করে আউট রস টেলর।

ফের কিউয়ি উইকেটের পতন।

৩৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২০৫/৩।

২০০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড।

৩০ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭৫/৩।

২৯ ওভার শেষে নিউজিল্যান্ড ১৬৯/৩।

ফের নিউজিল্যান্ডের উইকেটের পতন। ৬৪ রান করে আউট হলেন কিউয়ি অধিনায়ক।

নিউজিল্যান্ডের হয়ে লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন এবং রস টেলর।

চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মুনরো(৭৫)।

১৫০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড।

১৯ ওভারে নিউজিল্যান্ড ১২০/১।

১০০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড।

রান তাড়া করতে নেমে অপ্রতিরোধ্য কলিন। অর্ধ শতরান করলেন এই কিউয়ি ওপেনার। ১৪ ওভারে নিউজিল্যান্ড ৯৮/১।

১১ ওভার নিউজিল্যান্ডের রান ৮০/১। দুরন্ত ব্যাটিং করছেন কলিন মুনরো।

৫০ রানের গণ্ডি টপকাল কিউয়ি বাহিনী।

৬ ওভারে নিউজিল্যান্ড ৪৬/১।

প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ১০ রান করে আউট মার্টিন গপ্তিল।

ভারতের ৩৩৭ রানের জবাবে মাঠে নামল নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক কিউয়ি ব্যাটিংলাইনআপ।

শেষ হল ভারতের ইনিংস। ৫০ ওভার শেষে ভারতের রান ৩৩৭/৬।

ভারত ৩২১/৪।

১১৩ রান করে আউট ভারত অধিনায়ক বিরাট কোহালি।

আউট হলেন হার্দিক পাণ্ড্য(৮)। ভারত ২৭৩/৩।

শতরান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

১৪৭ রান করে আউট হলেন রোহিত শর্মা। ভারত ২৫৯/২।

৪১ ওভার শেষে ভারত ২৫৭/১

৩৮ ওভার শেষে ভারত ২৩৬/১।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রানের গণ্ডি টপকালেন বিরাট কোহালি।

শতরান করলেন রোহিত শর্মা। চলতি বছরে পঞ্চম শতরানটি করে ফেললেন রোহিত। কেরিয়ারে এই নিয়ে ১৫তম শতরানটি করলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। ৩৩ ওভার শেষে ভারত ১৮৫/১।

৩০ ওভার শেষে ভারতের রান ১৬৫/১।

রোহিত শর্মার সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স ভারত ্অধিনায়ক বিরাট কোহালিরও। অর্ধশতরান করলেন বিরাট।

১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ২০ ওভার শেষে ভারতের রান ১০৯/১। ভারতের হয়ে অনবদ্য খেলছেন রোহিত শর্মা। চলতি ওডিআই সিরিজে প্রথম অর্ধ শতরানটি এই ম্যাচেই করেন রোহিত। রোহিতের সঙ্গে লড়ছেন অধিনায়ক বিরাট কোহালিও।

১৬ ওভার শেষে ভারত ৮৫/১।

১০ ওভার শেষে ভারত ৫৩/১।

৯ ওভার শেষে ভারতের রান ৪৫/১। ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। ব্যক্তিগত রানে সাউদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হারলেও, দ্বিতীয় ওয়ান ডেতে দারুণ ভাবে ফিরে আসে ভারতীয় দল। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে কিউয়িদের ছয় উইকেটে হারিয়ে দেয় ভারতীয় ব্রিগেড। এই পরিস্থিতিতে ওয়ান ডে সিরিজের ডু অর ডাই ম্যাচের আগে প্রস্তুত ভারতীয় দল। ট্রেন্ট বোল্টকে সামলাতে নেটেই অধিকাংশ সময় কাটাতে দেখা গিয়েছে শিখর-রোহিতদের। এখন দেখার ম্যাচের শেষে শেষ হাসি হাসে কোন দল।

আরও পড়ুন: শিশিরের জন্য টস জিতলে আজ ফিল্ডিং নিতে হবে

আরও পড়ুন: অরুণকে কৃতিত্ব দিচ্ছেন ভুবি

ভারত:

শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহালি(অধিনায়ক), দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি(উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড:

মার্টিন গপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, টম লাথাম(উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand Cricket Kanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE