Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India vs Sri Lanka

ভারতের সামনে ইনিংস জয়ের হাতছানি

চেতেশ্বর পূজারার শতরান এবং বিরাট কোহালির চওড়া ব্যাট ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দেয়। এখন দেখার তৃতীয় দিনে কত রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাট হাতে নামার জন্য আহ্বান জানায় ভারত।

ভারতীয় ইনিংসের মূল কাণ্ডারী বিরাট কোহালি। ছবি: বিসিসিআই।

ভারতীয় ইনিংসের মূল কাণ্ডারী বিরাট কোহালি। ছবি: বিসিসিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১১:১১
Share: Save:

শেষ হল তৃতীয় দিনের খেলা। দিনের শেষে শ্রীলঙ্কা ৯ ওভারে ২১/১। এখনও ভারতের থেকে ৩৮৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

• ১ ওভারে শ্রীলঙ্কা ৮/১।

• আইট হলেন সমরবিক্রম(০)।

• শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা।

• দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামল শ্রীলঙ্কা।

• ৪০৫ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করল ভারত। ভারতের সর্বোচ্চ ২১৩ রান করেন অধিনায়ক বিরাট কোহালি। বিরাট ছাড়াও বড় রান পান মরলী বিজয়(১২৮), চেতেশ্বর পূজারা(১৪৩) এবং রোহিশ শর্মা(১০২)।

• শতরান করলেন রোহিত শর্মা।

• ১৭৫ ওভারে ভারত ৬০০/৬

• ৬০০ টপকাল টিম ইন্ডিয়া।

• আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন(৫)।

• ফের উইকেট হারাল ভারত।

• ১৭১ ওভারে ভারত ৫৮৬/৫

• ১৭০ ওভারে ভারত ৫৮৩/৫।

• ২১৩ রান করে আউট হলেন বিরাট কোহালি।

• ১৬৮ ওভারে ভারত ৫৬৭/৪

• অপ্রতিরোধ্য বিরাট। দ্বিশতরান করলেন ভারত অধিনায়ক।

• ১৬৫ ওভারে ভারত ৫৪৯/৪।

• টেস্ট কেরিয়ারে পাঁচ নম্বর ডবল সেঞ্চুরি করলেন বিরাট।

• দ্বিশতরানের লক্ষ্যে এগিয়ে চলেছেন ভারত অধিনায়ক।

• দুর্দান্ত লড়াই চালাচ্ছেন বিরাট কোহালি এবং রোহিত শর্মা।

• ১৫৬ ওভারে ভারত ৫০৪/৪।

• অর্ধশতরান করলেন রোহিত শর্মা।

• ৫০০ রানে গণ্ডি টপকাল ভারত।

• ১৪৭ ওভারে ভারত ৪৮০/৪।

• ১৩৮ ওভারে ভারত ৪৪৬/৪।

• ১৩০ ওভারে ভারত ৪১৪/৪

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন অজিঙ্ক রাহানে(২)।

• ১২৮ ওভারে ভারত ৪০৬/৩।

• লঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।

• লাঞ্চ ব্রেক।

• ১২৭ ওভারে ভারত ৪০৪/৩।

• ১৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন পূজারা।

• বড় উইকেট হারাল ভারত। আউট হলেন চেতেশ্বর পূজারা।

• ১২৩ ওভারে ভারত ৩৯০/২।

• ১২১ ওভারে ভারত ৩৮০/২

• ১১৯ ওভারে ভারত ৩৭৩/২।

• দুরন্ত ভারত অধিনায়ক। ১৯তম শতরান করলেন বিরাট কোহালি।

• ১১৮ ওভারে ভারত ৩৬৯/২।

আরও পড়ুন: টেস্ট দলের ভাবনাতেও বুম বুম বুমরা

আরও পড়ুন: বল বিকৃতির দায়ে জরিমানা শনাকার

নাগপুর টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩১২/২। ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার মুরলী বিজয়। ১২৮ রান করে আউট হন মুরলী। তবে মুরলীর উইকেট হারালেও সমস্যায় পড়তে হয়নি ভারতকে। চেতেশ্বর পূজারার শতরান এবং বিরাট কোহালির চওড়া ব্যাট ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দেয়। এখন দেখার তৃতীয় দিনে কত রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাট হাতে নামার জন্য আহ্বান জানায় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE