Advertisement
২০ এপ্রিল ২০২৪

হারলেও দলে বদল চান না মন্ধানা

শুরু থেকেই নড়বড়ে দেখায় ভারতীয় ব্যাটিং লাইন-আপকে। ৪৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় ভারত। অধিনায়ক স্মৃতি ফিরে যান দুই রানে। জেমাইমা রদ্রিগেজও ফিরে যান সমান রান করে। সাত রান মিতালি রাজের। ভারতের প্রথম চার ব্যাটসম্যান দশ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ওপেনার হরলীন দেওল অভিষেক ম্যাচে ৮ রান করেন। দীপ্তি শর্মা (অপরাজিত ২২), অরুন্ধতি রেড্ডি (১৮) ও শিখা পাণ্ডে (অপরাজিত ২৩) মিলে কিছুটা চেষ্টা করলেও দলকে জেতাতে ব্যর্থ।

অধিনায়ক হিসেবে হার দিয়ে শুরু করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা।—ছবি পিটিআই।

অধিনায়ক হিসেবে হার দিয়ে শুরু করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা।—ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৫:০২
Share: Save:

ওয়ান ডে সিরিজে ২-১ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ শুরু হল হার দিয়ে। সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪১ রানে হারল ভারত। অধিনায়ক হিসেবে হার দিয়ে শুরু করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইরেট হারিয়ে ১৬০ রান করে ইংল্যান্ড। জবাবে ১১৯-৬ স্কোরে আটকে যায় ভারত।

শুরু থেকেই নড়বড়ে দেখায় ভারতীয় ব্যাটিং লাইন-আপকে। ৪৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় ভারত। অধিনায়ক স্মৃতি ফিরে যান দুই রানে। জেমাইমা রদ্রিগেজও ফিরে যান সমান রান করে। সাত রান মিতালি রাজের। ভারতের প্রথম চার ব্যাটসম্যান দশ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ওপেনার হরলীন দেওল অভিষেক ম্যাচে ৮ রান করেন। দীপ্তি শর্মা (অপরাজিত ২২), অরুন্ধতি রেড্ডি (১৮) ও শিখা পাণ্ডে (অপরাজিত ২৩) মিলে কিছুটা চেষ্টা করলেও দলকে জেতাতে ব্যর্থ।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিততে না পারলেও এই মুহূর্তে দলে কোনও বদল চান না স্মৃতি। তিনি বললেন, ‘‘দলে পরিবর্তনের কোনও কারণ দেখছি না। প্রত্যেককে সঠিক সময় দিতে হবে নিজেদের প্রমাণ করার। তাই এক ম্যাচ দেখে কারও ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই না।’’

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও বড় দায়িত্ব নিয়ে ব্যাট করতে চান স্মৃতি। বলছিলেন, ‘‘আমি, জেমি ও মিতালিকে শেষ পর্যন্ত ব্যাট করার লক্ষ্য নিয়ে নামতে হবে। তা হলে দল এত সমস্যায় পড়বে না। যা আজ একেবারেই আমরা পারিনি। দ্রুত উইকেট হারিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE