Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Ravi Shastri

টি২০ ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ায় টুইটারের রোষের মুখে শাস্ত্রী

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করারপর কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন টি২০-এর ফলাফল নিয়ে তিনি ভাবিত নন।বরং তাঁর ফোকাসের মূলকেন্দ্রে আছে টেস্ট এবং ওডিআই।ভারতীয় কোচের এই মন্তব্যের জেরেই তাঁকে টুইটারে এক হাত নিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

রবি শাস্ত্রী।—ফাইল চিত্র।

রবি শাস্ত্রী।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৭:২২
Share: Save:

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করারপর কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন টি২০-এর ফলাফল নিয়ে তিনি ভাবিত নন।বরং তাঁর ফোকাসের মূলকেন্দ্রে আছে টেস্ট এবং ওডিআই।ভারতীয় কোচের এই মন্তব্যের জেরেই তাঁকে টুইটারে এক হাত নিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

রবি আরও জানিয়েছিলেন টি২০ ক্রিকেটকে পরীক্ষা-নিরীক্ষার পর্যায় রেখেছেন তিনি। তরুণদের সুযোগ দেওয়ার জন্য এবং ২০১৯কে মাথায় রেখে বিভিন্ন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছেন টি২০ ফর্ম্যাটেই।

আর এতেই ভারতীয় সমর্থকরা রবি শাস্ত্রীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

আরও পড়ুন: বক্সিং ডে টেস্ট কী?

আরও পড়ুন: বড়দিন পালন করে ট্রোলড কাইফ

এক সমর্থক টুইট করে বলেন, “দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন কোচ। এই ধরনের মন্তব্য আশা করা যায় না।”

আর এক জন সমর্থক স্পষ্ট জানিয়েদেন টেস্ট এবং ওডিআইয়ের মতো করেই টি২০কেও গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি বলেন, “খুব বাজে একটা মন্তব্য করেছেন। খারাপ ভালর কথা নয়, টেস্ট এবং ওডিআইয়ের মতোই গুরুত্ব দিয়ে দেখা উচিত টি২০কেও।”

রবিকে টিপ্পনি কেটে আর এক জন লেখেন, “রবি শাস্ত্রীকে দেখে কখনও মনে হয় না যে তিনি নিজের ক্রমশ প্রসারিত কোমরের দিকেও নজর দেন।”

রবিকে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথাও বলেনএক জন সমর্থক। তাঁর কথায়: “কী ভাবে আপনি বলতে পারেন যে টি২০ ক্রিকেট নিয়ে আপনার কিছু যায় আসে না।পাকিস্তানের পরেই আমরা টি২০ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় দল। আর এই লোকটি বলছেন যে তিনি টি২০ ক্রিকেটকে গুরুত্বই দেন না। যদি আপনি গুরুত্বই না দেন তা হলে ভারতীয় কোচের পদ থেকে ইস্তফা দিন এবং অনূর্ধ্ব-১৯ দলকে ট্রেনিং করান।ভারতের জন্য প্রতিটি ফর্ম্যাটের ক্রিকেটই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri India T20I Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE