Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কোপার আগে চোট আতঙ্ক মেসির

শতবার্ষিকী কোপায় নামার সপ্তাহ দেড়েক আগে চোট আতঙ্কে লিওনেল মেসির ভক্তরা। শুক্রবার হন্ডুরাসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্তিনীয় মহাতারকা দ্বিতীয়ার্ধে চোট পান। বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে ধাক্কা লাগার পর মাঠে পড়ে যান মেসি। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর্জেন্তিনার ক্যাপ্টেন। কিছুক্ষণ শুশ্রূষা করার পর টানেলে ঢুকে যান তিনি। সেখান থেকে আর ম্যাচে তাঁকে বেরোতে দেখা যায়নি।

দুঃসময়। চোট পেয়ে মেসি। ছবি: রয়টার্স।

দুঃসময়। চোট পেয়ে মেসি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
সান জুয়ান শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:৫৫
Share: Save:

শতবার্ষিকী কোপায় নামার সপ্তাহ দেড়েক আগে চোট আতঙ্কে লিওনেল মেসির ভক্তরা। শুক্রবার হন্ডুরাসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্তিনীয় মহাতারকা দ্বিতীয়ার্ধে চোট পান। বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে ধাক্কা লাগার পর মাঠে পড়ে যান মেসি। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর্জেন্তিনার ক্যাপ্টেন। কিছুক্ষণ শুশ্রূষা করার পর টানেলে ঢুকে যান তিনি। সেখান থেকে আর ম্যাচে তাঁকে বেরোতে দেখা যায়নি।

যে ম্যাচে তাঁর দল হন্ডুরাসকে ১-০ হারায়। তবে ম্যাচে জেতার আনন্দ ম্লান হয়ে গিয়েছিল আর্জেন্তিনীয় সমর্থকদের মেসির বড়সড় চোট পাওয়ার আতঙ্কে। পরে তাঁর চোট পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন জানায়, মেসির পিঠের বাঁ-দিকে আর পাঁজরে চোট লেগেছে। তবে সেই চোট কতটা গুরুতর সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। আর্জেন্তিনার কোচ জেরার্ডো মার্টিনো পর্যন্ত এ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। এএফএ শুধু জানিয়েছে চিকিৎসকরা মেসির চোটের পরীক্ষা করছেন।

মেসির সতীর্থ গঞ্জালো ইগুয়াইন বলেছেন, ‘‘ম্যাচটা আমাদের জেতা জরুরি ছিল। আশা করছি লিওর চোট গুরুতর নয়।’’ ২ জুন আবার স্পেনে কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দিতে হবে মেসিকে। তার পরই ক্যালিফোর্নিয়ায় জাতীয় দলের সঙ্গে মেসির যোগ দেওয়ার কথা। ৩ জুন কোপা শুরু হবে। যার তিন দিন পর আর্জেন্তিনার কোপায় প্রথম ম্যাচ চিলির বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Copa America Lionel Messi Argentina injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE