Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Football

বড় ম্যাচের আগে চোটই চিন্তায় রাখল দুই কোচকে

৬ ম্যাচ খেলে এ বারের আই লিগে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৯। মোহনবাগান দাঁড়িয়ে সমান বিন্দুতে। ছয় ম্যাচে তাদেরও পয়েন্ট ৯। তবে, লিগ টেবলে চিরপ্রতিদ্বন্দ্বীর চাইতে দু'ধাপ পিছিয়ে রয়েছে তারা।

রবিবার ডার্বি ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে সমর্থকদের মধ্যে।

রবিবার ডার্বি ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে সমর্থকদের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:১০
Share: Save:

গোটা বাংলা প্রহর গুনছে ফুটবল যুদ্ধের। বাঙালির চিরকালীন সেই লড়াই। ঘটি বনাম বাঙাল। লাল-হলুদ আর সবুজ-মেরুনের। রাত পোহালেই বঙ্গ ফুটবলের 'ব্যাটল রয়্যাল'!

কে জিতবে বড় ম্যাচ? প্রশ্নটা লাখ টাকার নয়। কোটি টাকার! অন্তত বাঙালি ফুটবল অনুরাগীদের কাছে তো বটেই। রবিবাসরীয় ডার্বিতে কারা ফেভারিট তা বলার ঝুঁকি মনে হয় না অতি বড় ফুটবল বিশেষজ্ঞও নেবেন বলে। কারণ, এ ভাবে বড় ম্যাচের ভবিষ্যদ্বাণী করা যায় না।

৬ ম্যাচ খেলে এ বারের আই লিগে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৯। সহজ হিসেব। তিন ম্যাচে জয়, তিন ম্যাচে হার। লিগ তালিকায় এখনও ছয় নম্বরে অবস্থান তাদের। অন্য দিকে, মোহনবাগান দাঁড়িয়ে সমান বিন্দুতে। ছয় ম্যাচে তাদেরও পয়েন্ট ৯। তবে, লিগ টেবলে চিরপ্রতিদ্বন্দ্বীর চাইতে দু'ধাপ পিছিয়ে রয়েছে তারা। গোলের গড়েই শুধু এগিয়ে লাল-হলুদ। ১১ গোল দিয়ে তারা হজম করেছে ৮ গোল। ভারতীয় ফুটবলের 'মেরিনার্স'রা করেছে মাত্র ৭ গোল। খেয়েছেও সমানসংখ্যক গোল।

আরও পড়ুন: ডার্বির জন্য তৈরি, বার্তা কোলাদোর

আরও পড়ুন: চনমনে রাখতে বিশ্রাম সনিকে, অনুশীলনে ওমর

মোহনবাগান সমর্থকদের পক্ষে খারাপ খবর, বড় ম্যাচে নেই হাইতিয়ান সুপারস্টার সনি নর্দে। তাই আক্রম মোগরাবি, হেনরি কিসেক্কা, ডিপান্ডা ডিকারাই কোচ শঙ্করলালের সেরা ভরসা। সঙ্গে একঝাঁক বাঙালি ফুটবলার।

ইস্টবেঙ্গলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন দুই ভিনদেশি। রক্ষণের ভরসা বোরহা গোমেজ ও আক্রমণভাগে নতুন আসা জেমি কোলাদো এই প্রথম কলকাতা ডার্বিতে নামতে চলেছেন। কোলাদোর আবার লাল-হলুদ জার্সিতে এটাই অভিষেক ম্যাচ। তাঁরা কেমন খেলেন তা দেখতে মুখিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। যদিও এনরিকে এসকুয়েদার চোট চিন্তায় রেখেছে দলের স্পেনীয় কোচ আলেসান্দ্রো মেনেন্দেসকে।

অন্যদিকে, বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বরাবরের মতোই বেশ সতর্ক। তবে, চিন্তায় যে তিনিও নেই, তা বলা যাবে না। মুখে অবশ্য সেটা প্রকাশ করছেন না। শনিবার সকালে দু'দলই ডার্বির আগে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ করে গেল। আপাতত, প্রতীক্ষা রবিবার বিকেলের। যুবভারতী যাওয়ার রাস্তার দখল রবিবার সকাল থেকেই নিয়ে নেবেন দু'দলের সমর্থকরা। হাসি মুখে বাড়ি ফিরবেন কারা? তা জানার জন্য আরও কয়েক ঘণ্টার অপেক্ষা।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE