Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Inzamam-ul-Haq

টেকনিকে বদল করতে যেয়ো না, বিরাটকে পরামর্শ ইনজামামের

শোয়েব আখতারের মতো ইনজামামও নিজস্ব একটি ইউ টিউব চ্যানেল চালু করেছেন। যে চ্যানেলের নাম ‘ম্যাচ উইনার’।

সমর্থন: কোহালির পাশেই থাকছেন ইনজামাম। ফাইল চিত্র

সমর্থন: কোহালির পাশেই থাকছেন ইনজামাম। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০৫:০৬
Share: Save:

নিউজ়িল্যান্ড সফরে ভারতের টেস্ট সিরিজ হারের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহালির ব্যাটের রান-খরা। দু’টেস্টে কোহালির রান যথাক্রমে ২, ১৯, ৩, ১৪। কিন্তু এই খারাপ সময় ভারত অধিনায়ক পাশে পাচ্ছেন ওয়াঘার ও-পারের এক প্রাক্তন অধিনায়ককে। তিনি ইনজামাম উল হক।

নিজের ইউ টিউব চ্যানেলে সোমবার ইনজামাম বলেছেন, ‘‘গত ১১-১২ ইনিংসে কোহালি ভাল রান পায়নি বলে ভারতে ওকে নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ, কেউ নাকি বিরাটের টেকনিক নিয়েও প্রশ্ন তুলছে। শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। যে ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টা সেঞ্চুরি আছে, তার টেকনিক নিয়ে কী ভাবে প্রশ্ন তোলা যায়, এটা আমি বুঝতে পারছি না।’’

শোয়েব আখতারের মতো ইনজামামও নিজস্ব একটি ইউ টিউব চ্যানেল চালু করেছেন। যে চ্যানেলের নাম ‘ম্যাচ উইনার’। যে চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমি একটা ব্যাপার খুব ভাল করে জানি। কখনও, কখনও কোনও সিরিজ আসে, বা কোনও বছর আসে, যখন সব কিছু ঠিকঠাক করলেও কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যায় না। মনে রাখতে হবে, প্রত্যেক দিন, প্রতি ম্যাচে, প্রতি সিরিজে, প্রতি বছরে ও রান করতে পারে না। বোলাররা কি শুধু কোহালির হাতে মার খাওয়ার জন্য ক্রিকেট খেলছে নাকি? কোনও ক্রিকেটারই এই ভাবে খেলতে পারে না।’’

নিউজ়িল্যান্ডের কাছে তিন দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট হারার পরে ভারতীয় দলকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। বিষাণ সিংহ বেদী যেমন টুইট করেছেন, ‘‘বিশ্বের এক নম্বর টেস্ট দলের উপরে কী ভাবে নিউজ়িল্যান্ডের এই আধিপত্যকে ব্যাখ্যা করবেন?’’ ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘‘ভারতীয় দলের মধ্যে শৃঙ্খলার অভাবটা চোখে পড়ল। অত্যন্ত হতাশ হয়েছি এই পারফরম্যান্সে।’’ টুইটারে এক প্রশ্নোত্তরে সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘‘সুইংয়ের বিরুদ্ধে ভাল ব্যাটসম্যান খুঁজে পেতে হবে। বিশ্বকাপ সেমিফাইনালে পাঁচ রানে তিন উইকেট পড়ার ঘটনা মনে আছে? সেই একই প্রতিপক্ষ। সেই একই রকম পরিবেশ।’’

ভারতের প্রাক্তন ক্রিকেটারেরা কোহালির রান না-পাওয়া নিয়ে কিছু বলতে না চাইলেও প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক কিন্তু ভারত অধিনায়ককে একটা পরামর্শ দিয়েছেন। ইনজামাম বলেছেন, ‘‘কোহালিকে আমি বলব, এই নিয়ে একদম চিন্তা না করতে। এই রকম ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে। আমাকে বলুন তো, এমন কোনও ব্যবসা আছে, যেখানে শুধুই লাভ হয়, কোনও ক্ষতি হয় না?’’ এর পরে ইনজামাম সাফ বলে দিয়েছেন, ‘‘আমি কোহালিকে একটা কথাই বলব। তুমি কোনও ভাবেই টেকনিকে কোনও বদল এনো না।’’ এর আগে ব্যাটিং নিয়ে কোহালি বলেছিলেন, তিনি রান না পেলেও নিজের ব্যাটিংয়ে কোনও সমস্যা দেখেননি। ভারত অধিনায়কের মন্তব্য ছিল, ‘‘আমার ব্যাটে বলে ভালই হচ্ছে। যে ভাবে শট খেলতে চাইছি, সে ভাবে খেলতে পারছি। কিন্তু স্কোরবোর্ডে সেটা প্রতিফলিত হচ্ছে না।’’

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোহালির সম্পর্ক বরাবরই ভাল। শাহিদ আফ্রিদি হোক বা মহম্মদ আমির— সবাই কিন্তু কোহালি ভক্তদের তালিকায় পড়েন। এ বার ইনজামামও এসে দাঁড়ালেন ভারত অধিনায়কের পাশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE