Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিশ্ব জুড়ে নিন্দা, তবু নির্বিকার অশ্বিন

রাজস্থান ব্যাটিং ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে যাওয়া জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেন পঞ্জাব অধিনায়ক।

অবিশ্বাস্য: সোমবার জয়পুরে সেই মুহূর্ত। উইকেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাটলার। মাঁকড়ীয় আউট করে তাঁকে ফেরালেন অশ্বিন। টুইটার

অবিশ্বাস্য: সোমবার জয়পুরে সেই মুহূর্ত। উইকেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাটলার। মাঁকড়ীয় আউট করে তাঁকে ফেরালেন অশ্বিন। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:৩০
Share: Save:

সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়াম সাক্ষী থাকল এক কলঙ্কজনক ঘটনার। জস বাটলারকে ‘মাঁকড় আউট’ করে নতুন বিতর্ক তৈরি করলেন আর অশ্বিন।

রাজস্থান ব্যাটিং ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে যাওয়া জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেন পঞ্জাব অধিনায়ক। সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার।

ইংল্যান্ডের ওয়ান ডে দলের অধিনায়ক অইন মর্গ্যানের টুইট, ‘‘বিশ্বাসই করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না।’’

আরও পড়ুন: মাহির চেন্নাইকে টেক্কা দিতে কোন ১১ জনকে খেলাবে মেন্টর দাদার দিল্লি

আর এক ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়-এর টুইট, ‘‘অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’’ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন টুইটারে লিখেছেন, ‘‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য।’’

আরও পড়ুন: সৌরভ-ধোনি মহারণ, দিল্লির পাল্টা কোন ১১ জনকে খেলাবে চেন্নাই

প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফের টুইট, ‘‘হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছে। কিন্তু ওর এক বার বাটলারকে সতর্ক করা উচিত ছিল। সেটা না করাতেই বিস্মিত।’’ কাইফ টুইটে আরও লিখেছেন, ‘‘এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এই ঘটনা ঘটিয়েছিল। সহবাগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছিল।’’ পিয়ের্স মর্গ্যানের টুইট, ‘‘অশ্বিনের এই অক্রিকেটীয় আচরণের জন্য লজ্জাবোধ করছি।’’ যদিও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স টুইট করেছেন, ‘‘অশ্বিনকে অপরাধী চিহ্নিত করবেন না। ও নিয়মের মধ্যে দাঁড়িয়েই আউট করেছে বাটলারকে। তা হলে অন্যায় কোথায়।’’

আর কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক? তাঁর প্রতিক্রিয়া কী?

মাঁকড়ীয় আউট কী? বোলার বল করার আগে নন স্ট্রাইকার প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যানকে রান আউট করাই হল মাঁকড়ীয় আউট। ১৯৪৭ সালে সিডনি টেস্টে বিল ব্রাউনকে এ ভাবেই আউট করেছিলেন বিনু মাঁকড়। তার পর থেকেই বিশ্ব ক্রিকেটে এই ধরনের রান আউট মাঁকড়ীয় আউট নামে পরিচিত।

‘‘এ ব্যাপারে কোনও তর্ক করতে চাই না। আমি সেই মুহূর্তে বলটা করার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওই সময় কী করা উচিত, সেটা আমার হাতেই ছিল। কারণ সেটা বোলিং প্রান্ত। আমরা ঠিক কাজই করেছি। এ রকম আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাটসম্যানদের তাই সতর্ক থাকা উচিত,’’ ম্যাচের পরে বলেন অশ্বিন। তবে আরও একটি দিক উঠে এসেছে এই বিতর্কে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন ঠিক বলটা যখন করতে যাবেন অশ্বিন, তখন বাটলার কোথায় ছিলেন তা নিয়ে। নিয়ম বলছে বোলিং করার মুহূর্তে যদি ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তা হলেই আউট করা যাবে। কিন্তু ভিডিয়োতে দেখা যাচ্ছে অশ্বিন বোলিং করতে গিয়ে যখন দেখেন বাটলার ক্রিজ ছাড়ার মুখে, তিনি অপেক্ষা করেন, বাটলার এর পরে ক্রিজ ছেড়ে বেরোতেই আউট করেন তিনি। তাই বাটলার আউট আদৌ ছিলেন কি না সেই প্রশ্নও উঠে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE