Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কোহালি খেলা উপভোগ করে যেতে বলছেন

বুধবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭ রানে জিতেছে তাঁর দল। পয়েন্ট টেবলের সাত নম্বরে উঠে প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনাকে এখনও বাঁচিয়ে রেখেছে।

অতিথি: স্বামী এবং তিন সন্তানকে নিয়ে বিরাট কোহালির সঙ্গে দেখা করতে এলেন বক্সার মেরি কম। টুইটার

অতিথি: স্বামী এবং তিন সন্তানকে নিয়ে বিরাট কোহালির সঙ্গে দেখা করতে এলেন বক্সার মেরি কম। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০৪:০৯
Share: Save:

টানা তিন ম্যাচ জিতে তাঁর দল আইপিএল জমিয়ে দিয়েছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালির মন ভাল নেই। চলতি আইপিএলে টানা ছয় ম্যাচ হারের যন্ত্রণায় বিদ্ধ তিনি। আরসিবি অধিনায়ক জানিয়ে দিচ্ছেন, বাড়তি চাপ না নিয়ে এখন ক্রিকেটারদের খেলাটাকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন।

বুধবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭ রানে জিতেছে তাঁর দল। পয়েন্ট টেবলের সাত নম্বরে উঠে প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনাকে এখনও বাঁচিয়ে রেখেছে। সাংবাদিক সম্মেলনে কোহালি বলেছেন, ‘‘এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য একটা পরিপূর্ণ দল হিসেবে খেলা। সত্যি বলতে, টানা ছয় ম্যাচে হারটা খুব আঘাত দিয়েছে আমাদের।’’ সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘‘আক্ষরিক অর্থে এই দলের কোনও ক্রিকেটারই এমন একটা পরিস্থিতির জন্য তৈরি ছিল না। তাই সকলকে পরামর্শ দিয়েছি, নিজেদের উপর বাড়তি চাপ তৈরি না করে ক্রিকেটটা উপভোগ করার জন্য। সেটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

রবিবার ফিরোজ শাহ কোটলায় আরসিবি-র প্রতিপক্ষ শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। শেষ পাঁচ ম্যাচে আরসিবি যে ক্রিকেট উপহার দিয়েছে, তার প্রেক্ষিতে এটা কি ধরা যেতে পারে যে, তাঁর দল প্লে-অফে খেলতে পারে? বিরাট সেই সম্ভাবনাকে খারিজ করছেন না। তিনি বলেছেন, ‘‘কেন নয়? আমরা তো শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছি। ফলে ইতিবাচক মানসিকতা নিয়ে বাকি ম্যাচগুলিতেও খেলতে হবে। আমি আবারও বলছি, ক্রিকেটকে উপভোগ করার মানসিকতা নিয়ে ম্যাচে খেলতে হবে। আমরা জানি, কতটা ভাল খেলতে পারি। গোটা বিশ্বও জানে, আরসিবি কী ধরনের ক্রিকেট খেলতে পারে। ফলে জেতার মনোভাব ধরে রাখতেই হবে।’’

বুধবার চিন্নাস্বামীর নায়ক এ বি ডিভিলিয়ার্সও সহমত পোষণ করেছেন অধিনায়কের সঙ্গে। তাঁর দাবি, জেতার মানসিকতা নিয়ে খেলতে হবে বাকি ম্যাচগুলিতে। তিনি বলেছেন, ‘‘আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। কাজটা মোটেও সহজ ছিল না। ম্যাচটা খুব দ্রুতগতিতে এগোচ্ছিল।’’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা আরও বলেছেন, ‘‘ডেথ ওভারে আমাদের ব্যাটিংটা দারুণ হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট আমার পরিচিত। শুরুটা তেমন ভাল না হলেও পরের দিকে আমরা একটা গতি পেয়ে গিয়েছিলাম। পরে বোলাররাও খুব ভাল দায়িত্ব সামলেছে।’’

ডিভিলিয়ার্স মনে করছেন, শুরুতে তাঁর মনে হয়েছিল স্কোর ১৬০-১৮০র মধ্যে থাকবে। তাঁর মন্তব্য, ‘‘পঞ্জাবও ভাল ব্যাটিং করেছে। তবে আমাদের দলের বোলাররা মাথা ঠান্ডা রেখে ওদের লক্ষ্যে পৌঁছতে দেয়নি।’’ যোগ করেছেন, ‘‘টানা তিন ম্যাচে জয়ের পরে সকলের মুখে আবার হাসি ফিরে এসেছে। সেটা বড় প্রাপ্তি। এই মানসিকতা ধরে রেখে আমাদের বাকি তিন ম্যাচে খেলতে হবে।’’

এ দিকে, বৃহস্পতিবার স্বামী এবং তিন সন্তানকে নিয়ে আরসিবি শিবিরে এসেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কম। কোহালির সঙ্গে ছবি পোস্ট করে মেরি টুইট করেছেন, ‘‘আমার ছেলেরা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে দেখা করে দারুণ উত্তেজিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE