Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যুবরাজের হাঁকানো ছয় দেখে নিজেকে ব্রড মনে হচ্ছিল, বলছেন চহাল

পর পর যুবরাজ তিনটি ছয় মারার পর চহালেও কিন্তু সেই ব্রডের কথাই মনে পড়ে গিয়েছিল। এক সাক্ষাৎকারে অন্তত সে কথাই বলছেন বিরাট কোহালির টিমের লেগ স্পিনারটি।

যুবরাজকে আউট করার পর চহালকে অভিনন্দন কোহালির। ছবি— পিটিআই।

যুবরাজকে আউট করার পর চহালকে অভিনন্দন কোহালির। ছবি— পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৭:০৮
Share: Save:

২০০৭-এর টি-২০ বিশ্বকাপের সেই ওভারটা এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে জ্বলজ্বল করছে। ওভারের ছয় বলে পর পর ছ’টি ছয়ের স্মৃতি। ইংল্যান্ডের জোরে বোলার স্টুয়ার্ট ব্রডকে সে দিন এক ওভারে ছয়টি ছয় মেরে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন যুবরাজ সিংহ।

বৃহস্পতিবার আইপিএলে মুম্বই-বেঙ্গালুরুর ম্যাচে ক্ষণিকের জন্য হলেও সেই স্মৃতি ফিরিয়ে এনেছিলেন যুবরাজ। তবে এ ক্ষেত্রে বোলার ছিলেন বেঙ্গালুরুর যুজবেন্দ্র চহাল। পর পর যুবরাজ তিনটি ছয় মারার পরচহালেরও কিন্তু সেই ব্রডের কথাই মনে পড়ে গিয়েছিল। এক সাক্ষাৎকারে অন্তত সে কথাই বলছেন বিরাট কোহালির টিমের লেগ স্পিনারটি।

সাংবাদিক বৈঠকে এসে চহাল বললেন, ‘‘যুবরাজ পর পর তিনটি ছয় মারার পর নিজেকে ব্রড মনে হচ্ছিল আমার।’’বিশ্বকাপের সেই স্মৃতি অবশ্য ফিরে আসেনি। কারণ, ওভারের চতুর্থ বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান যুবরাজ। তবে যে দক্ষতায় সিরাজ ক্যাচ ধরেছেন সে জন্য তাঁকে কৃতিত্ব দিতেই হবে।

আরও পড়ুন: এ বার লক্ষ্য সৌরভের দল, দিল্লি যাত্রার ভিডিয়ো শেয়ার নাইটদের

সাংবাদিক বৈঠকেএসে চহাল বলেন, ‘‘সবাই জানেন যুবরাজ একজন কিংবদন্তী ব্যাটসম্যান। ওঁকে নিজের সেরা বল করার চেষ্টা করছিলাম। কিন্তু, খুব সহজেই সেই বল মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন যুবরাজ সিংহ।’’বৃহস্পতিবার বেঙ্গালুরু এবং মুম্বইয়ের খেলায় শেষ ওভারে জয় ছিনিয়ে আনে মুম্বই। ছয় রানে জেতে মুম্বই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE