Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL

প্লে অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা

শুক্রবার টস জিতে নাইট-অধিনায়ক দীনেশ কার্তিক ব্যাট করতে পাঠিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবকে।

ক্রিস গেইলকে ফেরানোর পরে সন্দীপ ওয়ারিয়রকে ঘিরে নাইটদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

ক্রিস গেইলকে ফেরানোর পরে সন্দীপ ওয়ারিয়রকে ঘিরে নাইটদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ২০:১৮
Share: Save:

আইপিএলের প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল কেকেআর। আজ, শুক্রবার পঞ্জাবের মাঠে গিয়ে কিংস ইলেভেন পঞ্জাবকে ১২ বল বাকি থাকতে সাত উইকেটে হারাল নাইটরা। এ দিন জেতায় পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে চলে এল কেকেআর।

আন্দ্রে রাসেল বনাম ক্রিস গেইলের লড়াই হিসেবে দেখা হচ্ছিল ম্যাচটি। দুই ক্যারিবিয়ান তারকাই এ দিন বড় রান পাননি। তাঁদের মঞ্চে আলো কেড়ে নিলেন শুবমান গিল। দিনান্তে ৬৫ রানে অপরাজিত থাকেন নাইট ওপেনার। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জেতান তিনি।

এদিন টস জিতে কিংস ইলেভেন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুতেই পঞ্জাব শিবিরে আঘাত হানেন সন্দীপ ওয়ারিয়র। গেইলকে ১৪ রানে ফেরান তিনি। ‘ক্যারিবিয়ান দৈত্য’র আগে অবশ্য সন্দীপ ফেরান লোকেশ রাহুলকে (২)।

পঞ্জাব দ্রুত উইকেট হারানোর পরে পাল্টা মার দেওয়ার খেলা শুরু করেন নিকোলাস পুরান। নীতীশ রাণার বলে পুরান ফেরেন ২৭ বলে দ্রুত ৪৮ রান করে। পুরান চলে যাওয়ার পরে ময়ঙ্ক অগ্রবাল রান আউট হন ৩৬ রান করে। পুরানের সঙ্গে ইনিংস গড়ার কাজ করছিলেন ময়ঙ্ক। শেষের দিকে স্যাম কারেন ২৪ বলে দ্রুত ৫৫ রান করায় কিংস ইলেভেন পঞ্জাব শেষ করে ছ’ উইকেটে ১৮৩ রানে।

আরও খবর: বাদ তাসকিন, দলে আনকোরা পেসার, ব্যাঘ্রগর্জন করেই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আরও খবর: বাদ উথাপ্পা-কুলদীপ? দেখে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ক্রিস লিন ঝড় তোলেন। দ্রুত ২২ বলে ৪৬ রান করে ফেরেন কেকেআর ওপেনার। লিন ফিরে যাওয়ার পরে নাইটদের ইনিংস টেনে নিয়ে যাওয়ার কাজ করেন আর এক ওপেনার গিল। তাঁর সঙ্গে যোগ দেন উথাপ্পা। তাঁর ব্যাট যখন কথা বলছে ঠিক সেই সময়ে ছন্দপতন। অশ্বিনের বলে ফিরতে হয় উথাপ্পাকে। রাসেল ক্রিজে আসার পরই স্বাভাবিক খেলা শুরু করেন। এক বার জীবন ফিরে পাওয়ার পরেও মহম্মদ সামির বলে ফিরতে হয় রাসেলকে (২৪)। বাকি কাজটা সারেন দীনেশ কার্তিক ও গিল।

সংক্ষিপ্ত স্কোর—

কিংস ইলেভেন পঞ্জাব (২০ ওভার) ১৮৩/৬

কেকেআর (১৮ ওভার) ১৮৫/৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 KKR Kings Eleven Punjab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE