Advertisement
২০ এপ্রিল ২০২৪

ধোনিদের অস্ত্র সেই সংহতি ও অভিজ্ঞতা

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চিদাম্বরমে পুরোদমে চলছে সিএসকের প্র্যাক্টিস।   

ভরসা: ঘাম ঝরানো চলছে। মঙ্গলবার অনুশীলনে ধোনি। ছবি: টুইটার

ভরসা: ঘাম ঝরানো চলছে। মঙ্গলবার অনুশীলনে ধোনি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৬:৩২
Share: Save:

প্রথম ম্যাচে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তার আগে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চিদাম্বরমে পুরোদমে চলছে সিএসকের প্র্যাক্টিস।

সিএসকের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস। যিনি মনে করেন, দলগত সংহতি এবং অভিজ্ঞতা এ বারও তাঁদের বড় অস্ত্র হতে চলেছে। গত বার সিএসকে-র সফল অভিযান নিয়ে মঙ্গলবার বিলিংস বলেছেন, ‘‘আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল দলগত লড়াই। যে কাজটা আমরা দারুণ ভাবে করেছিলাম। এক এক ম্যাচে এক এক জন ক্রিকেটার জ্বলে উঠেছিল। তবে অম্বাতি রায়ডুর ধারাবাহিকতা বা শেন ওয়াটসনের বিধ্বংসী ব্যাটিংয়ের কথা আলাদা করে বলতেই হবে।’’

গত বারের চ্যাম্পিয়ন দলকে এ বারে কতটা প্রত্যাশার চাপ সামলাতে হচ্ছে? ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বলছেন, ‘‘আমাদের প্রস্তুতি শিবিরে বিশেষ কোনও টেনশন নেই। একটা শান্ত আবহ রয়েছে শিবির জুড়ে। সবাই জানে, এই দলটাই আগে সাফল্য এনে দিয়েছে। এ বারও সফল হওয়ার ক্ষমতা রাখে।’’ নিজেদের দল নিয়ে বিলিংস বলেছেন, ‘‘আমাদের দলে অভিজ্ঞতার কমতি নেই। এই অভিজ্ঞতাও আমাদের শক্তি হবে। আমরা চাপ সামলাতে জানি।’’

চেন্নাইয়ের সমর্থকরাও যে তাঁদের অন্যতম শক্তি, তা জানাতে ভোলেননি বিলিংস। এ বারে ধোনিদের অনুশীলন ম্যাচ দেখতেই ১২ হাজার দর্শক হয়েছিল চিদাম্বরমে। এই স্টেডিয়ামেই নিজেদের সব ঘরের ম্যাচ খেলবে সিএসকে। যা প্রায় দুর্গে পরিণত হয়েছে হলুদ বাহিনীর কাছে। ৭০ শতাংশ ম্যাচ এই মাঠে জিতেছেন ধোনিরা। যা নিয়ে বিলিংস বলছেন, ‘‘এর পিছনে অবশ্যই আমাদের কৌশলও কাজ করে। কিন্তু এ বার নতুন করে সব শুরু হচ্ছে। ঘরের মাঠে খেলা হলেও কাউকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’

ঘরের মাঠের দর্শকদের নিয়ে বিলিংসের মন্তব্য, ‘‘এই মাঠে খেলার অনুভূতিটাই আলাদা। গত বারও অবিশ্বাস্য সমর্থন পেয়েছিলাম এখানে। দর্শক সমথর্ন অবশ্যই আমাদের কাছে একটা বড় ব্যাপার।’’

দলের ওপর ধোনির প্রভাব যে কতটা, তা পরিষ্কার এই বিদেশি ক্রিকেটারের কথায়। তিনি বলছেন, ‘‘ধোনির খুব স্বচ্ছ ধারণা থাকে কোন দিকে খেলাটা গড়াচ্ছে। ওর এই শান্ত, নিয়ন্ত্রিত ভাবটা বাকিদের মধ্যেও প্রভাব ফেলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhoni CSK IPL 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE