Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL

রশিদ খানের কড়া চাহনিতেই কি জেগে উঠলেন ওয়াটসন? দেখুন দুই ক্রিকেটারের দৃষ্টি বিনিময়ের মুহূর্ত

ব্যাট হাতে জ্বলে উঠলেন ওয়াটসন। ছবি: এএফপি।

ব্যাট হাতে জ্বলে উঠলেন ওয়াটসন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৮:০৪
Share: Save:

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে রং কেড়ে নিলেন শেন ওয়াটসন।

এই ম্যাচের বল গড়ানোর আগে সোশ্যাল মিডিয়ায় ওয়াটসনকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে যাবতীয় সমালোচনার জবাব দিলেন অজি ওপেনার।

ম্যাচ চলাকালীন ওয়াটসনের সঙ্গে রশিদ খানের কড়া দৃষ্টি বিনিময়ও হয়। চেন্নাই সুপার কিংসের ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন সানরাইজার্সের স্পিনার। রশিদ খানের ওভারের দ্বিতীয় বলটাই বাউন্ডারিতে পাঠান ওয়াটসন। রশিদ খান স্পিনার হলেও তাঁর মানসিকতা ফাস্ট বোলারের মতোই। চার হজম করাটা ভাল ভাবে নেননি আফগান স্পিনার।

আরও খবর: নেতা সৌরভ বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট, এ বার তাঁর ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে দিল্লি

আরও খবর: আরও পড়ুন: নিলামে চেন্নাই আমাকে আর কিনবে না তাহলে… কেন বললেন ধোনি?

ওয়াটসনের দিকে কড়া দৃষ্টি হানেন রশিদ খান। ওয়াটসন মুখে তাঁকে কিছু বলেননি। প্রতিপক্ষের স্লেজিংয়ের সঙ্গে ওয়াটসন ভালই পরিচিত। রশিদ খানের কড়া চাহনির জবাব ব্যাটেই দেন ওয়াটসন। সানরাইজার্সের স্পিনার চার ওভারে ৪৪ রান দেন। রশিদ খানকে সামলাতে বেগ পেতে হয়েছে বিপক্ষ ব্যাটসম্যানদের। এর আগে কোনও ম্যাচে চার ওভারে ৪৪ রান দেননি রশিদ। তাঁর কড়া চাহনিই কি তাতিয়ে দিয়েছিল ওয়াটসনকে? তা নিয়েই চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPl IPL 2019 Sachin Tendulkar Rashid Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE