Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কবে দেখা যাবে দলে? ঋদ্ধিমানের কাছে প্রশ্ন কোহালির

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার হিসেবে তাঁকেই ভাবা হত। অধিনায়ক বিরাটও বলেছিলেন, বিশ্বের অন্যতম সেরা কিপার ঋদ্ধি। কিন্তু চোটের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০৩:৩০
Share: Save:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদের। যেখানে বিরাট কোহালির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় ঋদ্ধিমান সাহার। ঋদ্ধিকে দেখেই ভারত অধিনায়ক জিজ্ঞাসা করেন, ফের কবে তাঁকে দেখা যাবে জাতীয় দলে!

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার হিসেবে তাঁকেই ভাবা হত। অধিনায়ক বিরাটও বলেছিলেন, বিশ্বের অন্যতম সেরা কিপার ঋদ্ধি। কিন্তু চোটের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন। পরিবর্ত ঋষভ পন্থ সুযোগের সদ্ব্যবহার করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে দলে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ঋদ্ধি নিজেও জানেন বর্তমানে ভারতীয় দলে প্রত্যাবর্তন কতটা কঠিন। তবুও অধিনায়কের এই প্রশ্নে তিনি খুশি। শুক্রবার ইডেনে ঋদ্ধি বলেন, ‘‘দেখা হতেই কোহালি প্রশ্ন করল, আবার কবে ভারতীয় দলে তোমাকে দেখব। আমি বলে দিলাম, নির্বাচকেরা যা চাইবে তা-ই হবে।’’

ভারতীয় দলে ঋদ্ধির প্রত্যাবর্তন কঠিন হলেও ঋষভ পন্থকে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান না। ঋদ্ধি বলেন, ‘‘ঋষভ সুযোগ পেয়ে নিজের সেরাটা দিয়েছে। এতে খারাপ লাগার কিছু নেই। ওকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে কখনওই দেখিনি। তবে আমিও চেষ্টা চালিয়ে যাব দলে ফেরার।’’

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে ফিরেছেন। শুক্রবার সকালেই কালীঘাট ক্লাবের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েছেন। তাঁর দল জিতলেও ১৪ রানের বেশি করতে পারেননি ঋদ্ধি। কিন্তু এখনও ক্লাব ক্রিকেটের প্রতি সেই টান থেকে গিয়েছে। ঋদ্ধি বলছিলেন, ‘‘ক্লাব ক্রিকেট খেলেই উঠেছি। কী করে ময়দানের ক্রিকেট ভুলতে পারি।’’

এ বারের আইপিএলে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। একটি ম্যাচে নেমেছেন সাত নম্বরে। বাকি ম্যাচে ওপেন করেছেন। জনি বেয়ারস্টো চলে যাওয়ার পরে তিনিই ছিলেন টম মুডির পছন্দের পরিবর্ত। কিন্তু ব্যাটিংয়ে সে রকম সফল হননি। পাঁচ ম্যাচে তাঁর রান ৮৬। ঋদ্ধি যদিও মনে করেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভাল ভাবেই পালন করেছেন। তাঁর কথায়, ‘‘আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাওয়ারপ্লে কাজে লাগানোর। তা ভাল ভাবেই পালন করেছি। দোষ একটাই যে, বেশ কয়েকটি ম্যাচে শুরু করেও বড় রানে পরিণত করতে পারিনি।’’

গত বার আইপিএলের পরে ঋদ্ধি বলেছিলেন, রশিদ খানের বোলিং বুঝতে তাঁর কিছুটা সমস্যা হত। তাঁর হাত বোঝা যেত না। কিন্তু এ বার রশিদ সে ভাবে সফল হতে পারেননি। ১৫ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১৭। ব্যাটসম্যানেরা কি তাঁকে ধরে ফেলেছেন? ঋদ্ধির উত্তর, ‘‘আগে ব্যাটসম্যানেরা রশিদের গুগলিতে পরাস্ত হত। কিন্তু এ বার যা লক্ষ্য করলাম, ব্যাটসম্যানেরা গুগলির জন্য প্রস্তুত থাকছে। লেগস্পিন হলে ব্যাটের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এলবিডব্লিউ বা বোল্ড হচ্ছে না। তাই উইকেটসংখ্যাও কমে গিয়েছে।’’

আসন্ন মরসুমে বাংলার অধিনায়ক হিসেবে অনেকেই চান ঋদ্ধিকে। কিন্তু তিনি এখনও এ বিষয়ে কোনও প্রস্তাব পাননি। প্রস্তাব পেলে কি রাজি হবেন? ঋদ্ধির মন্তব্য, ‘‘গত ছয় বছর প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি গ্রহণ করিনি। এ বার এখনও প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলেও সিদ্ধান্ত বদলানোর কারণ দেখছি না। সামনে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। মে মাসের শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলও ভারতে আসছে। দেখা যাক তাতে সুযোগ পাই কি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2019 Cricket Virat Kohli Wriddhiman Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE