Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL 2020

হাতে মাত্র সাড়ে ১৪ কোটি, নিলামের আগে কী অবস্থায় দাঁড়িয়ে ধোনির চেন্নাই

আইপিএলে বরাবরই ধারাবাহিক থেকেছে চেন্নাই সুপার কিংস। এই বছরের আইপিএলেও ফাইনালে উঠেছিল তারা।

ধোনির নেতৃত্বে এ বার সাফল্য পাবে চেন্নাই সুপার কিংস? —ফাইল চিত্র।

ধোনির নেতৃত্বে এ বার সাফল্য পাবে চেন্নাই সুপার কিংস? —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৫
Share: Save:

আইপিএলে বরাবরই ধারাবাহিক থেকেছে চেন্নাই সুপার কিংস। তিন বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই বছরের আইপিএলেও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে মাত্র ১ রানে হেরে রানার্স হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

স্কোয়াড: অম্বাতি রায়ুডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, ফাফ দু প্লেসি, হরভজন সিংহ, ইমরান তাহির, জগদীসান নারায়ন, কর্ণ শর্মা, কেদার যাদব, লুনগি এনগিডি, মিচেল স্যান্টনার, মোনু সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, মুরলী বিজয়, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেন ওয়াটসন, শার্দুল ঠাকুর, সুরেশ রায়না।

স্লট ফাঁকা রয়েছে: পাঁচ (এর মধ্যে তিনজন দেশি, দু’জন বিদেশি)

টাকা খরচ হয়েছে: ৭০.৪০ কোটি টাকা

হাতে টাকা রয়েছে: ১৪.৬০ কোটি টাকা

নিলামে নজর কোন দিকে: ডোয়েন ব্র্যাভো চোট-প্রবণ। তাই বিকল্প অলরাউন্ডার দরকার। লুনগি এনিগিডির পরিবর্ত হিসেবে একজন বিদেশি জোরেবোলার দরকার। হাতে যা টাকা রয়েছে তাতে এক-দুজন নজরকাড়া ক্রিকেটারকে নেওয়া যেতেই পারে। সাধারণত, ধোনির চেনা ক্রিকেটারকেই নেওয়ার দিকে ঝুঁকে থাকে সিএসকে। চিপকের মন্থর উইকেটের কথা মাথায় রেখে স্কোয়াড সাজায় তারা।

কারা কারা সম্ভাব্য টার্গেট: বিদেশিদের মধ্যে স্যাম কুরান, ক্রিস মরিস, জেসন হোল্ডার, প্যাট কামিংস। স্বদেশিদের মধ্যে পীযূষ চাওলা, রবিন উথাপ্পা, শাহরুখ খান, জয়দেব উনাদকাট, আকাশ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 Auction IPL CSK Mahendra Singh Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE