Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL 2020

‘খেলা যেখানেই হোক, আইপিএলেই আছি’

এ বছর কলকাতায় খেলা নেই। ফলে, মাঠে যাওয়াও নেই। তা হলে কি খেলা দেখা নেই? 

যিশু সেনগুপ্ত। — ফাইল চিত্র।

যিশু সেনগুপ্ত। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩০
Share: Save:

যিশু সেনগুপ্তের প্রথম জীবন ব্যাটে, প্যাডে মোড়া। তাই আইপিএল ২০২০-র কথা উঠতেই গলায় চাপা উত্তেজনা ছলকে পড়ল, ‘‘নিজে ক্রিকেট খেলেছি। খেলাপাগল ছেলে। একটা সময় খেলা দেখতে দেখতে হাত নিশপিশ করত। এখন সেই বয়স, সেই সময় পেরিয়ে এসেছি। তবে এক্সাইটমেন্ট আছেই। যেখানেই খেলা হোক, আইপিএল ২০২০-র সঙ্গে আছি।’’

অতিমারিতেও খেলা হচ্ছে! বলতেই সায়, “একটা সময় ভীষণ মনখারাপ হয়ে গিয়েছিল। এই অতিমারিতে কী করে খেলা হবে! শেষে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে জানার পর একটু হলেও যেন হাল্কা লাগল।”

এ বছর কলকাতায় খেলা নেই। ফলে, মাঠে যাওয়াও নেই। তা হলে কি খেলা দেখা নেই? কোনও চান্স নেই। সবটাই দেখবেন মোবাইলে! জবাব তাঁর। এ বছর ওই সময় শুটিংয়ের চাপও থাকবে। তার মধ্যেই কেকেআরকে সমর্থন। ধোনির হেলিকপ্টার শটের অপেক্ষা। শুভমান গিলকেও পছন্দ অভিনেতার।

আরও পড়ুন: ইদানীং টাকা খেয়ে হারে না তো কেকেআর? সন্দিহান শ্বেতা ‘যমুনা’ ভট্টাচার্য

কেকেআর যে বারে-বারে হারে! বলতেই হাঁ হাঁ করে উঠলেন, ‘‘বলবেন না, দু’বার আমরাও ট্রফি এনেছি। এ বারেও শুভমন গিল আশা জাগাচ্ছেন...। দেখা যাক কী হয়। ক্রিকেটে সব অসম্ভব সম্ভব হয়। তাই ভবিষ্যবাণী করাটা ঠিক হবে না”, জবাব এল যিশুর থেকে।

অন্য বার খেলা দেখার সময় পরিবার পাশে থাকে? ‘‘নীলাঞ্জনা মাঝে-মাঝে বসে দেখতে। তবে আমার মতো নেশা নেই। দুই মেয়েরও একই দশা। ওরা থাকে ওদের তালে’’, জানালেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 Jisshu Sengupta Shubman Gill KKR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE